Apple WWDC 2025 আজ সোমবার জুন 9 ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে অনুষ্ঠিত হবে। ইভেন্টটি ভারতীয় সময় রাত 10:30 টায় শুরু হবে।
Photo Credit: Apple
WWDC 2025 জুন 9 থেকে জুন 13 ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে অনুষ্ঠিত হবে
WWDC 2025 আজ (জুন 9) শুরু হতে চলেছে। পাঁচ দিনের এই বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স Apple এর CEO টিম কুকের মূল বক্তব্যের মাধ্যমে শুরু হবে। অতীতের ধারা অব্যাহত রেখে, মার্কিন টেক জায়ান্টটি ইতিমধ্যেই ইভেন্টের সময় ও সম্পূর্ণ সময়সূচী অনেক আগেই প্রকাশ করেছে। কনফারেন্সের অন্যতম আকর্ষণ হল iOS 26 যা কোম্পানির আইফোন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ। নতুন iPad, Apple Watch, ও Mac কম্পিউটারের মতো হার্ডওয়ার লঞ্চের সম্ভাবনা অনেকটা কম হলেও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সম্পর্কিত একাধিক ঘোষণা আসতে পারে। অ্যাপল প্রতিদ্বন্দ্বীদের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে তাদের ডিভাইসগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অভিজ্ঞতা উন্নত করার দিকে মনোনিবেশ করবে বলে আশা করা হচ্ছে।
WWDC 2025 জুন 9 থেকে জুন 13 ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে অনুষ্ঠিত হবে। এটি নির্বাচিত ডেভেলপারদের জন্য সোমবার সকাল 10 টায় (ভারতীয় সময় রাত 10:30 মিনিটে) টিম কুকের ব্যক্তিগত বক্তব্যের মাধ্যমে শুরু হবে। কোম্পানি আরও জানিয়েছে, এই ইভেন্ট অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, অ্যাপল ডেভেলপার অ্যাপ এবং অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। পাঠকদের সুবিধার্থে নীচে লাইভ স্ট্রিমিংয়ের লিঙ্ক দেওয়া হল।
অ্যাপলের কীনোট অ্যাড্রেস বা মূল বক্তব্যে iOS, iPadOS, visionOS, watchOS এবং tvOS-এর মতো অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে যুক্ত হওয়া সমস্ত আপডেট এবং পরিবর্তনগুলির প্রিভিউ দেখানো হবে। এরপর, দুপুর 1 টায় (ভারতীয় সময় রাত 1:30 মিনিট) সফটওয়্যার এবং প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রে করা অগ্রগতি সম্পর্কে আরও গভীরভাবে আলোচনা করা হবে। iOS 26 থেকে Apple Intelligence কী কী আপগ্রেড আনতে পারে সেটা আপনি এখানে জেনে নিতে পারেন।
WWDC 2025 অ্যাপল বিশেষজ্ঞদের সাথে একশোরও বেশি প্রযুক্তিগত অধিবেশন বা টেকনিক্যাল সেশনের আয়োজন করবে। কোম্পানির দাবি, এর মাধ্যমে ডেভেলপাররা লেটেস্ট ফ্রেমওয়ার্ক এবং প্রযুক্তি সম্পর্কে আরও জানতে সক্ষম করবে। তারা নির্দেশিকা এবং ডকুমেন্টেশনের অ্যাক্সেসও পাবে যা ডেভেলপার সম্মেলনের হাইলাইট এবং বৃহত্তম ঘোষণাগুলির গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে।
অ্যাপল ডেভেলপার প্রোগ্রাম এবং অ্যাপল ডেভেলপার এন্টারপ্রাইজ প্রোগ্রামের সদস্যরা অনলাইন গ্রুপ ল্যাবের মাধ্যমে অ্যাপল বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং অ্যাপল ইন্টেলিজেন্স, ডিজাইন এবং ডেভেলপার টুল সম্পর্কে পরামর্শর জন্য ওয়ান-অন-ওয়ান অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এছাড়াও, অ্যাপল পার্কে এই বছরের সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ প্রোগ্রামের বিজয়ীদের আপ্যায়ন করা হবে। মোট ৫০ জন বিজয়ী অ্যাপলের সদর দপ্তরে তিন দিনের কাজের অভিজ্ঞতা লাভ করবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Win Series Camera Specifications Tipped Days Ahead of China Launch
Oppo Reno 15 Series India Launch Date, Price Range Surface Online; Tipster Leaks Global Variant Price, Features