50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 সেপ্টেম্বর 2025 08:19 IST
হাইলাইট
  • Xiaomi 17-এর সঙ্গে Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max লঞ্চ হয়েছে
  • Xiaomi 17 Pro ও 17 Pro Max-এর সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে
  • ফোনগুলি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় সজ্জিত

Xiaomi 17 Pro সিরিজ ও স্ট্যান্ডার্ড মডেলে Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা আছে

Photo Credit: Xiaomi

Xiaomi 17 সিরিজ গতকাল চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। Apple-এর iPhone 17 সিরিজকে টক্কর দিতে তিনটি ফ্ল্যাগশিপ মডেল এনেছে চাইনিজ টেক জায়ান্টটি — Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max। বেস বা স্ট্যান্ডার্ড মডেলটির সম্পর্কে সব তথ্য ইতিমধ্যেই আমাদের প্রতিবেদন থেকে জানতে পেরেছেন আমরা। আজকের আলোচনায় বিষয়বস্তু Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max। এই দু'টি মডেলেই শাওমির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রিমিয়াম ফোন। Xiaomi 17-এর পাশাপাশি এগুলি প্রথম স্মার্টফোন, যেখানে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে।।

উভয় ফোনের পিঠে ক্যামেরা মডিউলের চারপাশে একটি অভিনব সেকেন্ডারি ডিসপ্লে আছে, যাকে বলা হচ্ছে ম্যাজিক ব্যাক স্ক্রিন। এটি রিয়েল-টাইম নোটিফিকেশনের বিস্তৃত পরিসর প্রদান করে। ফ্লাইট নোটিফিকেশন, ট্রেন টিকিট আপডেট, ডেলিভারি বা রাইড-হেলিং স্ট্যাটাস, সময়, ব্যাটারির চার্জ, মিউজিক প্লেব্যাক সহ প্রচুর তথ্য দ্রুত প্রদর্শন করে। রিয়ার ক্যামেরা ভিউফাইন্ডার হিসেবে ব্যবহার করে সরাসরি নিজস্বী তুলতে দেয়। ফোনগুলির সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও আছে।

Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max ফিচার্স, স্পেসিফিকেশন

Xiaomi 17 Pro Max একটি 6.9-ইঞ্চি OLED LTPO ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 1-120 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, ডলভি ভিশন, ও 1.5K রেজোলিউশন (2,656x1,220 পিক্সেল) সাপোর্ট করে। অন্য দিকে,  Xiaomi 17 Pro মডেলেও 2,608x1,200 পিক্সেল রেজোলিউশনের OLED LTPO ডিসপ্লে আছে, তবে আকার 6.3 ইঞ্চি। উভয় স্মার্টফোনে 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, শাওমি শিল্ড গ্লাস, ও ডিসি ডিমিং সাপোর্ট আছে। সিকিউরিটির জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

শাওমি 17 প্রো এবং শাওমি 17 প্রো ম্যাক্স উভয়ই 3 ন্যানোমিটারের নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে চলে। এটি 16 জিবি LPDDR5x র‍্যাম এবং 1 টিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। সঙ্গে Android 16-নির্ভর HyperOS 3 কাস্টম সফটওয়্যার ইনস্টল করা আছে। ফোন দু'টির পিছনে যথাক্রমে 2.7 ইঞ্চি ও 2.9 ইঞ্চি সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

ব্যাক ডিসপ্লেটি কাস্টমাইজেবল ওয়াচ ফেস, এআই ওয়ালপেপার, ডায়নামিক তথ্য বিজ্ঞপ্তি, স্টিকি নোট সহ আরও অনেক কাজে লাগানো যেতে পারে। এতে শিডিউল, QR কোড, এবং ইমোজিও পিন করা যাবে। "পোস্ট-ইট নোটস" বৈশিষ্ট্যটি এক ট্যাপেই গুরুত্বপূর্ণ তথ্য পিছনের স্ক্রিনে পিন করার সুযোগ দেবে। ব্যাক ডিসপ্লে ব্যাক ডিসপ্লে প্রিভিউ এবং সেলফি উভয় ফাংশন সমর্থন করে, যা ব্যবহারকারীদের প্রধান ক্যামেরা ব্যবহার করে সরাসরি সেলফি তুলতে দেয়।

Xiaomi 17 Pro Max ও 17 Pro Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। দুটি ফোনেই 50 মেগাপিক্সেল প্রাইমারি লাইট হান্টার 950L সেন্সর, 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 5x অপটিক্যাল জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য 50-মেগাপিক্সেল সেন্সর আছে। Xiaomi 17 Pro ফোনটিতে 6,300mAh ব্যাটারি রয়েছে, আর Pro ভেরিয়েন্টটিতে 7,500mAh ব্যাটারি বর্তমান। উভয়ই 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে

Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max দাম

চীনে Xiaomi 17 Pro এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 4,999 ইউয়ান (প্রায় 62,300 টাকা) থেকে শুরু হচ্ছে। অন্য দিকে, 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 512 জিবি এবং 16 জিবি + 1 টিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 5,299 ইউয়ান (প্রায় 66,000 টাকা), 5,599 ইউয়ান (প্রায় 69,700 টাকা), ও 5,999 ইউয়ান (প্রায় 74,700 টাকা)।

Xiaomi 17 Pro Max এর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের দাম 5,999 ইউয়ান (প্রায় 74,700 টাকা) থেকে শুরু হচ্ছে। 16 জিবি + 512 জিবি ও 16 জিবি + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 6,299 ইউয়ান (প্রায় 78,500 টাকা), ও 6,999 ইউয়ান (প্রায় 87,200 টাকা)। ফোনগুলি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display (Primary) 6.30-inch
Cover Display 2.70-inch
Cover Resolution 904x572 pixels
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6300mAh
OS Android 16
Resolution 1220x2656 pixels
 
NEWS
KEY SPECS
Display (Primary) 6.90-inch
Cover Display 2.90-inch
Cover Resolution 976x596 pixels
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 7500mAh
OS Android 16
Resolution 1200x2608 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 165Hz স্ক্রিন ও Snapdrgon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে বাজার কাঁপাতে আসছে OnePlus 15
  2. 50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!
  3. Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা
  4. টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition
  5. ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
  6. ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব
  7. সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা
  8. 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন
  9. 6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo
  10. DSLR ভুলে যান, Oppo Find X8 সিরিজে থাকবে Hasselblad-এর চারটি ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.