শাওমি ঘোষণা করছে 2025 সালের শাওমি হোলি সেল। কোম্পানি এই সেল চলাকালীন তাদের স্মার্টফোনগুলোর উপর আকর্ষণীয় ছাড় ঘোষণা করেছে। শুধু স্মার্টফোনই নয়, সাথে আনুষাঙ্গিক জিনিসপত্র কেনাকাটার উপরও ছাড় পাওয়া যাচ্ছে। যেমন গ্রাহকরা Redmi Note 13 Pro এবং Redmi Buds 5 26,798 টাকায় একসাথে কিনতে পারবে
17 জুলাই ভারতে বিক্রি শুরু হবে Redmi K20 আর Redmi K20 Pro। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। লঞ্চের আগেই এই ফোন ভারতে বিক্রি শুরু করবে Xiaomi। 12 জুলাই দুপুর 12 টায় শুরু হবে Redmi K20 আর Redmi K20 Pro আলফা সেল।
একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে Mi 9T। স্পেনে এই ফোনের দাম শুরু হচ্ছে 329 ইউরো (প্রায় 25,900 টাকা) থেকে। 17 জুন বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।