অবশেষে ভারতে Redmi K20 Pro আর Redmi K20 লঞ্চের দিন ঘোষনা করল Xiaomi। চিনের কোম্পানিটি জানিয়েছে 17 জুলাই ভারতে আসবে বহু প্রতীক্ষিত এই দুই স্মার্টফোন। একই দিনে Mi Pop 2019 ফ্যান ইভেন্টের আয়োজন করেছে Xiaomi। মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi K20 Pro আর Redmi K20। চিনে এই দুই ফোন লঞ্চের এক সপ্তাহের মধ্যেই ভারতে এই দুই ফোন লঞ্চের টিজার প্রকাশ শুরু করেছিল Xiaomi। Redmi K20 Pro ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, অন্যদিকে Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট। দুটি ফোনেই থাকছে পপ-আপ ক্যামেরা ডিজাইন।
ট্যুইটারে Redmi K20 Pro আর Redmi K20 লঞ্চের খবর জানিয়েছে Xiaomi। ভারতে K20 সিরিজ লঞ্চ করেOnePlus কে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে Redmi। 17 জুলাই দুপুর 12 টায় নতুন দিল্লিতে লঞ্চ হবে Redmi K20।
Mi fans, are you ready to take on the K? The #RedmiK20 & #RedmiK20Pro are all set to launch on 17th July 2019. Stay tuned to have your minds blown by the Flagship Killer 2.0 ???? ???? #BelieveTheHype
— Redmi India (@RedmiIndia) July 5, 2019
RT if you're excited! pic.twitter.com/yD5xCkelZT
Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা) থেকে। অন্যদিকে Redmi K20 ফোনের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
Redmi K20 ফোনে Redmi K20 Pro ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। শুধু Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। 27W ফাস্ট চার্জের পরিবর্তে Redmi K20 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন