অনেক দিন ধরেই একের পর এক টিজার লঞ্চ করছিল Xiaomi। অবশেষে লঞ্চ হল Mi 9T। সম্প্রতি চিনে লঞ্চ হরেছিল Redmi K20। সেই ফোনের নাম বদলে ইউরোপে লঞ্চ হয়েছে নতুন Mi 9T। বুধবার মাদ্রিদে এই ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Mi 9T এর সাথেই এই অনুষ্ঠানে Mi Band 4 লঞ্চ করেছে চিনের কম্পানিটি। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্ট ব্যান্ড। একই সাথে লঞ্চ হয়েছে একটি ইলেকট্রিক স্কুটার আর একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন।
একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে Mi 9T। স্পেনে এই ফোনের দাম শুরু হচ্ছে 329 ইউরো (প্রায় 25,900 টাকা) থেকে। 17 জুন বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। 128GB ভেরিয়েন্ট কিনতে 369 ইউরো (প্রায় 29,000 টাকা) খরচ হবে।
ডুয়াল সিম Mi 9T ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Mi 9T ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Mi 9T ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন