Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ হবে। সব মডেলে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে। Xiaomi 17 এবং 17 Pro তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেতে পারে। ফোনগুলির সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে।