Xiaomi 17 Max-এর মেইন ক্যামেরায় Ominivision Light Fusion 950 সেন্সর ব্যবহার হতে পারে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 is equipped with a 7,000mAh battery
শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে Xiaomi 17 Max বাজারে আসতে পারে। হ্যান্ডসেটটি Xiaomi 17 সিরিজের পঞ্চম মডেল হবে। গত বছর এই লাইনআপের অধীনে Xiaomi 17, Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max, ও Xiaomi 17 Ulta চীনে লঞ্চ হয়েছে। আপকামিং ফোনটিকে নিয়ে এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, Xiaomi 17 Max বিশাল 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে। অর্থাৎ এটি শাওমি গ্রুপের (শাওমি + রেডমি + পোকো) যে কোনও স্মার্টফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হতে চলেছে।
জনপ্রিয় টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo-এর একটি পোস্টে দাবি করেছেন, নতুন মডেলটি Xiaomi 17 সিরিজের পঞ্চম স্মার্টফোন হিসেবে যোগ দেবে। ফোনের মুখ্য আকর্ষণ হবে ব্যাটারি ব্যাকআপ। এটি নামের সাথে সাযুজ্য বজায় রেখে ম্যাক্স ক্যাপাসিটির ব্যাটারিতে চলবে। Xiaomi 17 Max মডেলের মুখ্য আকর্ষণ হবে ব্যাটারি ব্যাকআপ। এটি 8,000mAh সেলের সাথে গত বছরের Redmi Turbo 4-এর 7,550mAh ব্যাটারিকে ছাপিয়ে যাবে।
পোস্টে আরও দাবি করা হয়েছে যে শাওমি 17 ম্যাক্স 50W ওয়্যারলেস এবং 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করবে। হাই পারফরম্যান্সের জন্য ডিভাইসে Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকতে পারে। এটি কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ কিলার চিপ, যা 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত। এতে তৃতীয় প্রজন্মের Oryon CPU রয়েছে এবং পিক ক্লক স্পিড 4.6 গিগাহার্টজ।
Pro ভ্যারিয়েন্ট না হওয়ার কারণে Xiaomi 17 Max মডেলের পিঠে সেকেন্ডারি ডিসপ্লে থাকবে না। এটি ডিজাইনের দিক থেকে স্ট্যান্ডার্ড Xiaomi 17-এর মতো হবে। ফোনের প্রাইমারি ক্যামেরায় Ominivision Light Fusion 950 সেন্সর থাকতে পারে। আসন্ন ফোনে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত থাকার কথাও জানা গিয়েছে। ফোনের সামনে 6.9 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে।
রিপোর্ট অনুসারে, শাওমির নতুন ফোন 2026 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে লঞ্চ হতে পারে। সংস্থা শীঘ্রই আসন্ন মডেল সম্পর্কে তথ্য প্রকাশ করবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, Xiaomi 17 Ultra ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছে। এটি কোম্পানির সর্বাধুনিক ক্যামেরা যুক্ত ফোন। এর Leica এডিশনের ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং আছে। এটি হাতে ঘুরিয়ে ডিজিটাল ক্যামেরার মতো ছবি কাছে আনা বা দূরে সরানো যায়। Xiaomi 17 Ultra এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ভারত, থাইল্যান্ড, এবং সিঙ্গাপুরে এই বছরের প্রথমার্ধে লঞ্চ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench
CERT-In Urges Android Users to Update Smartphones After Google Patches Critical Dolby Vulnerability
Apple Led Market as Global Smartphone Shipments Rose 2.3 Percent YoY in Q4 2025 Despite Growing Memory Shortage: IDC