Xiaomi 17 Ultra-এর মূল আকর্ষণ হল ক্যামেরা সিস্টেম। সংস্থার দাবি, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা কনফিগারেশন।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Ultra is powered by the Snapdragon 8 Elite Gen 5 chipset
Xiaomi 17 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে বড়দিনে চীনে লঞ্চ হয়েছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন পূর্বসূরী Xiaomi 15 Ultra-এর তুলনায় একাধিক গুরুত্বপূর্ণ আপগ্রেড নিয়ে এসেছে। ব্যাটারি, প্রসেসর, ক্যামেরা, ও সামগ্রিক পারফরম্যান্সে অন্য কোম্পানির প্রিমিয়াম ফোনদের টেক্কা দেবে। আজ Xiaomi 17 Ultra Leica Edition নামে একটি স্পেশাল মডেলও বাজারে এনেছে কোম্পানি। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি ডিজিটাল ক্যামেরার মতো হাতে সরাসরি ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যাবে। চলুন ফোনটির সমস্ত খুঁটিনাটি ও দাম জেনে নেওয়া যাক।
শাওমি 17 আল্ট্রা-এর মূল আকর্ষণ হল ক্যামেরা সিস্টেম। লেইকার সঙ্গে হাত মিলিয়ে ইমেজিং সেটআপ প্রস্তুত করেছে শাওমি। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা কনফিগারেশন। এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি ল্যাটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটর (LOFIC) টেকনোলজির মাধ্যমে আল্ট্রা-হাই ডাইনামিক রেঞ্জ প্রদান করে।
প্রাইমারি সেন্সরের পাশাপাশি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে, যা 3.2x থেকে 4.3x কনটিনিউআস অপটিক্যাল জুম সাপোর্ট করে। পিছনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও শুট করতে সক্ষম।
Xiaomi 17 Ultra-এর সামনে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন (2,608 x 1,200 পিক্সেল), 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
Xiaomi 17 Ultra মডেলে 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও 1 টিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে 6,800mAh ব্যাটারি আছে যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ, IP66 + IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, NFC, স্যাটেলাইট কানেক্টিভিটি, Android 16 নির্ভর HyperOS 3 কাস্টম স্কিন, Dolby Atmos প্রযুক্তির স্টেরিও স্পিকার, ইত্যাদি।
জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড Xiaomi 17 Ultra-এর স্পেসিফিকেশন ও ফিচার্সের সঙ্গেই এসেছে Leica Edition। তবে এতে বেশ কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। যেমন, এটি আকর্ষণীয় ডুয়াল-টোন ডিজাইন পেয়েছে। বডিতে ক্লাসিক লাল Leica লোগো দেওয়া হয়েছে। এছাড়াও, বিশেষ সংস্করণে মাস্টার জুম রিং (রোটারি জুম ডায়াল), বিশেষ ক্যামেরা ওয়াটারমার্ক, সিকিউটিরি ও প্রাইভেসি এনক্রিপশন চিপ, এবং ডুয়াল স্যাটেলাইট কমিউনিশন আছে।
চীনে Xiaomi 17 Ultra-এর বেস 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,999 ইউয়ান (প্রায় 90,000 টাকা)। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 7,499 ইউয়ান (প্রায় 96,000 টাকা) ও 8,499 ইউয়ান (প্রায় 1,09,000 টাকা।
অন্য দিকে, Xiaomi 17 Ultra Leica এডিশন 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভার্সনে এসেছে। দাম যথাক্রমে 7,999 ইউয়ান (প্রায় 1,02,000 টাকা) ও 8,999 ইউয়ান (প্রায় 1,15,000 টাকা। ফোনগুলি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter