200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন

Xiaomi 17, Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max, এবং Xiaomi 17 Ulta গত বছর চীনে লঞ্চ হয়েছে।

200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন

Photo Credit: Xiaomi

Xiaomi 17 is equipped with a triple camera setup

হাইলাইট
  • Xiaomi 17 Max ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে
  • স্মার্টফোনটি 2026 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে
  • ফোনে 8,000mAh ব্যাটারি মিলতে পারে
বিজ্ঞাপন

Xiaomi 17 Max চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বাজারে আসতে পারে। এটি Xiaomi 17 লাইনআপের পঞ্চম মডেল হতে চলেছে। গত বছর এই সিরিজের অধীনে Xiaomi 17 (বেস), Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max, ও Xiaomi 17 Ulta চীনে লঞ্চ হয়েছে। পূর্বে জানা গিয়েছিল, আপকামিং স্মার্টফোনে পাওয়ারফুল 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি দিতে পারে কোম্পানি। এখন একটি লেটেস্ট রিপোর্টে দাবি করা হয়েছে, এটি ক্যামেরা বিভাগেও বড় মাপের আপগ্রেড পাবে। Xiaomi 17 Max ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে, যার মধ্যে একটি 200 মেগাপিক্সেল সেন্সর থাকবে।

Xiaomi 17 Max আসতে পারে 200MP ক্যামেরার সাথে

জনপ্রিয় চীনা টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে একটি নামহীন ফোনের লঞ্চ টাইমলাইন ও ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছেন। পোস্টের নিচে কমেন্ট পড়ে অনুমান করা হচ্ছে, সেখানে Xiaomi 17 Max মডেলের কথাই বলা হয়েছে। ফোনের পিছনের অংশে মোট তিনটি ক্যামেরা দেখা যাবে। মেইন ক্যামেরায় 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেল Samsung ISOCELL HPE সেন্সর থাকার দাবি করা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, শাওমি 17 ম্যাক্স একটি 50 মেগাপিক্সেল 1/1.95 ইঞ্চি Sony পেরিস্কোপ টেলিফটো লেন্সও পেতে চলেছে। তৃতীয় ক্যামেরায় একটি স্ট্যান্ডার্ড 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার হতে পারে। এছাড়াও, পোস্টে ফোনের ইমেজিং সিস্টেম যৌথভাবে তৈরির ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ এতে Leica-টিউনড ক্যামেরা সিস্টেম থাকবে।

Xiaomi 17 Max এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন এপ্রিল থেকে জুনের মধ্যে দেখানো হচ্ছে। তবে শাওমি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। রিপোর্ট অনুসারে, ফোনে 8,000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 50W ওয়্যারলেস এবং 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে। হ্যান্ডসেটে Snapdragon 8 Gen 5 বা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে।

প্রসঙ্গত, Xiaomi 17 Ultra গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছে। এটি সংস্থার সর্বাধুনিক ক্যামেরা স্মার্টফোন। ফোনটির Leica এডিশনও বাজারে এনেছে তারা। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি হাতে ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যায়। এর মেইন ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, পিছনে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট-সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও শুট করতে সক্ষম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন
  2. Android ডিভাইসের জন্য নতুন ফিচার্স আনল Google, ফোন চুরি বা হারালেও আর ভয় নেই
  3. WhatsApp বিশেষ সিকিউরিটি ফিচার আনল, হ্যাকারদের চেষ্টা হবে ব্যর্থ, এক ক্লিকেই সুরক্ষিত থাকবে অ্যাকাউন্ট
  4. Oppo গড়তে চলেছে রেকর্ড? এক ফোনেই এবার 200 মেগাপিক্সেলের জোড়া ক্যামেরা
  5. 6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G সস্তায় ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  6. iQOO 15R স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, 200MP ক্যামেরা ও 7,600mAh ব্যাটারি থাকতে পারে
  7. Hybrid ATM: এটিএম থেকেই তোলা যাবে 10, 20, 50 টাকার নোট, খুচরোর কষ্ট শেষ
  8. Vivo X200T দুর্ধর্ষ 50MP ট্রিপল Zeiss ক্যামেরা ও 6,200mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল
  9. iQOO 15 Ultra ফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, 24 জিবি র‍্যাম ও ফ্ল্যাগশিপ প্রসেসরে ধুরন্ধর পারফরম্যান্স
  10. ভারতে লঞ্চের আগেই 200MP ক্যামেরার Redmi Note 15 Pro সিরিজের দাম লিক হল, 512 জিবি স্টোরেজ মিলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »