Xiaomi 17, Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max, এবং Xiaomi 17 Ulta গত বছর চীনে লঞ্চ হয়েছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 is equipped with a triple camera setup
Xiaomi 17 Max চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বাজারে আসতে পারে। এটি Xiaomi 17 লাইনআপের পঞ্চম মডেল হতে চলেছে। গত বছর এই সিরিজের অধীনে Xiaomi 17 (বেস), Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max, ও Xiaomi 17 Ulta চীনে লঞ্চ হয়েছে। পূর্বে জানা গিয়েছিল, আপকামিং স্মার্টফোনে পাওয়ারফুল 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি দিতে পারে কোম্পানি। এখন একটি লেটেস্ট রিপোর্টে দাবি করা হয়েছে, এটি ক্যামেরা বিভাগেও বড় মাপের আপগ্রেড পাবে। Xiaomi 17 Max ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে, যার মধ্যে একটি 200 মেগাপিক্সেল সেন্সর থাকবে।
জনপ্রিয় চীনা টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে একটি নামহীন ফোনের লঞ্চ টাইমলাইন ও ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছেন। পোস্টের নিচে কমেন্ট পড়ে অনুমান করা হচ্ছে, সেখানে Xiaomi 17 Max মডেলের কথাই বলা হয়েছে। ফোনের পিছনের অংশে মোট তিনটি ক্যামেরা দেখা যাবে। মেইন ক্যামেরায় 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেল Samsung ISOCELL HPE সেন্সর থাকার দাবি করা হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, শাওমি 17 ম্যাক্স একটি 50 মেগাপিক্সেল 1/1.95 ইঞ্চি Sony পেরিস্কোপ টেলিফটো লেন্সও পেতে চলেছে। তৃতীয় ক্যামেরায় একটি স্ট্যান্ডার্ড 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার হতে পারে। এছাড়াও, পোস্টে ফোনের ইমেজিং সিস্টেম যৌথভাবে তৈরির ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ এতে Leica-টিউনড ক্যামেরা সিস্টেম থাকবে।
Xiaomi 17 Max এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন এপ্রিল থেকে জুনের মধ্যে দেখানো হচ্ছে। তবে শাওমি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। রিপোর্ট অনুসারে, ফোনে 8,000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 50W ওয়্যারলেস এবং 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে। হ্যান্ডসেটে Snapdragon 8 Gen 5 বা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে।
প্রসঙ্গত, Xiaomi 17 Ultra গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছে। এটি সংস্থার সর্বাধুনিক ক্যামেরা স্মার্টফোন। ফোনটির Leica এডিশনও বাজারে এনেছে তারা। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি হাতে ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যায়। এর মেইন ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে।
এছাড়াও, পিছনে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট-সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও শুট করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series Listed on US FCC Database With Support for Satellite Connectivity