জুনেই বড় চমক, বাজারে ধামাকা করতে আসছে Xiaomi Mix Flip, ফাঁস হল ফিচার্স

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 জুন 2025 14:02 IST
হাইলাইট
  • Xiaomi Mix Flip 2 ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসতে পারে
  • ক্ল্যামশেল ডিজাইনের এই ফোল্ডেবল ফোনে IPX8 ওয়াটার রেজিট্যান্স থাকতে পারে
  • ফোনটির 5,100mAh ব্যাটারি 67W ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে

Xiaomi Mix Flip (ছবিতে) গত বছর Snapdragon 8 Gen 3 চিপ-সহ এসেছিল

Photo Credit: Xiaomi

Xiaomi Mix Flip 2 লঞ্চ হতে আর বেশি দেরি নেই। বর্তমানে ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন একটা স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছে। তাই 2024 সালের জুলাইয়ে Xiaomi Mix Flip চীনে আত্মপ্রকাশ করেছিল। আপকামিং মডেলটি এটারই আপগ্রেড বা উত্তরসূরী। শাওমির একজন সিনিয়র এক্সিকিউটিভ নতুন এই ক্ল্যামশেল ফোল্ডেবলের আগমনের ব্যাপারে নিশ্চিত করেছেন। বিভিন্ন বিপোর্ট থেকে পাওয়া খবর অনুযায়ী, এটি Redmi K80 Ultra এবং রেডমির-ই জল্পনায় থাকা গেমিং ট্যাবলেটের সাথে রিলিজ হতে পারে। একটি সূত্র ডিভাইসটির গুরুত্বপূর্ণ ফিচার্সও ফাঁস করেছে। Xiaomi Mix Flip 2 এর মধ্যে Snapdragon 8 Elite প্রসেসর ও 5,100mAh ব্যাটারি থাকতে পারে।

Xiaomi Mix Flip 2 এর লঞ্চ টিজ হল

শাওমির মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার সিকি ওয়েই ওয়েইবো-র (চীনের মাইক্রোব্লগিং সাইট) এক পোস্টে লিখেছেন, কোম্পানির প্রেসিডেন্ট লু ওয়েইবিং সম্প্রতি শাওমি মিক্স ফ্লিপ ব্যবহারকারীদের সাথে আলোচনায় বসেছিলেন। সেখানে ফোনটির ভালো ও খারাপ দিকগুলির প্রসঙ্গ ওঠে। সমস্ত অসুবিধা ও  সেগুলি কীভাবে উন্নত করা যেতে পারে তার পরামর্শ শোনা হয়। এই ঘটনা ইঙ্গিত দেয় যে কোম্পানি তাদের ক্ল্যামশেল ফোল্ডেবল মডেলের প্রযুক্তি উন্নত করার চেষ্টা করছে। অর্থাৎ শাওমি মিক্স ফ্লিপ 2 শীঘ্রই লঞ্চ হতে দেখা যেতে পারে।

উল্লেখ্য, টিপস্টার স্মার্ট পিকাচুর ওয়েইবো পোস্ট অনুযায়ী, Xiaomi Mix Flip 2 জুনের শেষের দিকে চীনে লঞ্চ হতে পারে। ফোল্ডেবল ফোনটি Redmi K80 Ultra এবং গেমিং-কেন্দ্রিক Redmi ট্যাবলেটের সাথে প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে। Mix Flip 2 আগের মডেলের তুলনায় আরও পাতলা এবং হালকা হবে বলে অনুমান করা হচ্ছে। খোলার সময় 7.8 মিমি ও ওজন 192 গ্রাম হওয়ার সম্ভবনা। তবে আরেকটি লিকে বলা হয়েছে যে ফোনটি খোলার সময় 7.6 মিমি এবং ওজন প্রায় 190 গ্রাম হতে পারে।

Xiaomi Mix Flip 2 স্পেসিফিকেশন

শাওমি এই বছর কোনও বুক স্টাইলের ফোল্ডেবল মডেল বাজারে আনবে না বলে শোনা যাচ্ছে। শাওমি মিক্স ফ্লিপ 2 ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.85-ইঞ্চি 1.5K LTPO OLED ফোল্ডেবল স্ক্রিন (প্রাইমারি) থাকতে পারে। জল থেকে বাঁচানোর জন্য IPX8 রেটিং মিলতে পারে। এতে অন্যান্য মোবাইলের মতো সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi Mix Flip 2 বাইরের দিকে মুখ করা 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা অফার করবে বলে আশা করা হচ্ছে। এই সেটআপের মধ্যে একটি আল্ট্রাওয়াইড সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য 67 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন-সহ 5,100mAh ব্যাটারি থাকতে পারে। উল্লেখ্য, Xiaomi Mix Flip মডেলে Snapdragon 8 Gen 3 প্রসেসর, 6.86 ইঞ্চি 1.5K ইনার ডিসপ্লে, 4.01 ইঞ্চি 1.5K কভার স্ক্রিন, 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং 4,780mAh ব্যাটারি পাওয়া যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4x 5G-এর দাম ও ফিচার্স ফাঁস, 90টি অ্যাপ একসঙ্গে চললেও স্লো হবে না!
  2. Oppo আনছে Sony ক্যামেরা এবং 1.5K রেজোলিউশন ডিসপ্লের দুর্দান্ত স্মার্টফোন
  3. Realme C85 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  4. Lava আনছে প্রিমিয়াম ফিচার্সের বাজেট 5G ফোন, লঞ্চের আগে দেখা গেল IMEI সাইটে
  5. 144Hz স্ক্রিন সহ Poco Pad X1 লঞ্চ হচ্ছে নভেম্বরে, ফিচার্স দেখলে চোখ আটকে যাবে
  6. Nothing Phone 4a ধরা পড়ল BIS সাইটে, ধামাকা নিয়ে ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে
  7. Oppo-র প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের সেল শুরু, জিরো ডাউন পেমেন্ট ও নো-কস্ট EMI অফার আছে
  8. iQOO 15 স্মার্টফোনের প্রি-বুকিং শুরু, ফ্রি ইয়ারবাডস ও দুই বছর ওয়ারেন্টি জেতার সুযোগ
  9. Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা
  10. Google প্রকাশ করল 2025 সালের দেশের সেরা অ্যাপ ও গেমের তালিকা, নাম দেখলে চমকে যাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.