Xiaomi Mix Flip 2 Diamond Edition এর মিডল বা মাঝখানের ফ্রেমে হীরে বসানো হয়েছে।
Photo Credit: Xiaomi
Xiaomi Mix Flip 2 Diamond Edition চেরি রেড ও গ্লেসিয়ার হোয়াইট রঙে বিক্রি হচ্ছে
Xiaomi Mix Flip 2 Diamond Edition বিলাসিতার এক নতুন দিগন্ত উন্মোচন করে হাজির। নাম শুনেই এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন, শাওমির নতুন ফোনটিতে হীরে বসানো রয়েছে। সৌন্দর্য ও প্রযুক্তির মেলবন্ধন ঘটা এই স্মার্টফোনের মিডল বা মাঝখানের ফ্রেম হীরে দিয়ে সজ্জিত। এটি প্রাকৃতিক প্রক্রিয়ার বদলে অত্যাধুনিক প্রযুক্তিতে গবেষণাগারে তৈরি হলেও, খনি থেকে তোলা হীরের সঙ্গে কার্যত কোনও পার্থক্য নেই। দাম তুলনায় অনেক কম বলে এখন ল্যাবে তৈরি হীরের জনপ্রিয়তা ঊর্দ্ধমুখী। শাওমির হীরকখচিত স্মার্টফোনের দামও হাতের নাগালে রাখা হয়েছে। হ্যান্ডসেটটি গত জুনে চীনে লঞ্চ হওয়া Xiaomi Mix Flip 2 এর একটি স্পেশাল এডিশন হিসেবে এসেছে। হীরের মাধ্যমে শৈল্পিক সৌন্দর্য বৃদ্ধি পাওয়া ছাড়া দুই মডেলের মধ্যে কোনও ফারাক নেই।
স্ট্যান্ডার্ড Xiaomi Mix Flip 2 এর মতোই তার ডায়মন্ড এডিশনের প্রাইমারি ফোল্ডেবল ডিসপ্লের দৈর্ঘ্য 6.86 ইঞ্চি। এই AMOLED প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। কভার স্ক্রিনটি 4.01 ইঞ্চির ও এতেও AMOLED প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং 1392 x 1208 পিক্সেল রেজোলিউশন অফার করে।
শাওমি মিক্স ফ্লিপ 2 ডায়মন্ড এডিশনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। ফটোগ্রাফি সিস্টেমে Leica-র প্রযুক্তি বর্তমান। সেলফি ও ভিডিও কল করার জন্য 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফ্লিপ ফোনটিতে 5,165mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 67W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
Xiaomi Mix Flip 2 Diamond এডিশন Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। চিপটি 12 জিবি র্যাম এবং 512 জিবি UFS 4.1 ইন্টারনাল স্টোরেজের সঙ্গে যুক্ত। ফ্লিপ ফোনটি Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল 3D ভেপার চেম্পার (BC) কুলিং সিস্টেম এবং ডলবি অ্যাটমস-সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার।
চীনে Xiaomi Mix Flip 2 Diamond এডিশনের দাম 6,999 ইউয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় 85,200 টাকা)। এতে 12 জিবি + 512 জিবি স্টোরেজ আছে। ফোনটির ব্যাক প্যানেলে ভিগান লেদার এবং ধাতুর নেমপ্লেটে ব্র্যান্ডের নাম খোদাই করা আছে। চীনে শাওমির ওয়েবসাইটে চেরি রেড ও গ্লেসিয়ার হোয়াইট রঙে বিক্রি হচ্ছে। এটি ভারতে আসবে কিনা সেই বিষয়ে সংস্থা কিছু জানায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন