Xiaomi Mix TriFold will rival Samsung Galaxy Z TriFold (pictured)
Photo Credit: Samsung
Huawei ও Samsung-এর পদাঙ্ক অনুসরণ করে Xiaomi এবার ট্রিপল ফোল্ডিং স্মার্টফোনের জগতে প্রবেশ করতে চলেছে। চাইনিজ টেক জায়ান্টটি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি, তবে একটি নয়া ডিভাইস আর্ন্তজাতিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। এটি শাওমির প্রথম ট্রাই-ফোল্ড ডিভাইস হবে বলে জল্পনা চলছে। ফোনটির অফিসিয়াল নাম Xiaomi Mix TriFold হওয়ার সম্ভাবনা। জানিয়ে রাখি, Galaxy Z TriFold মঙ্গলবার লঞ্চ হয়েছে। এটি Samsung এর প্রথম ট্রিপল ফোল্ডিং স্মার্টফোন। এই ধরনের স্মার্টফোন মাল্টিটাস্কিং, গেমিং, ও ভিডিও দেখার জন্য উপযুক্ত। কারণ ভাঁজ খুললে প্রায় 10 ইঞ্চি ট্যাবলেটে রূপান্তরিত হয়।
শাওমিটাইমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, 2608BPX34C মডেল নম্বরের একটি নতুন ডিভাইস জিএসএমএ সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এটি শাওমির প্রথম মাল্টি-ফোল্ড স্মার্টফোন হতে পারে, যার সম্ভাব্য নাম শাওমি মিক্স ট্রাইফোল্ড। এটি 2026 সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) নাগাদ বাজারে আসতে পারে।
Xiaomi Mix TriFold একটি প্রিমিয়াম ফোন হবে, ফলে হাই-টেক ফিচার্স দেখা যাবে। এতে Snapdragon 8 Elite Gen 5 বা 8 Gen 5 প্রসেসর ব্যবহার হতে পারে। ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে৷ ডিজাইন Huawei Mate XT Ultimate এর মতো হতে পারে।
Xiaomi Mix TriFold এর প্রাইমারি ডিসপ্লে ভিতরের দিকে ভাঁজ হবে। ভাঁজ করা অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো দেখতে লাগবে। আর ভাঁজ খুললে স্ক্রিন বড় ট্যাবলেটে বদলে যাবে। তবে মনে রাখবেন, এই সমস্ত তথ্য লিক ও প্রতিবেদনের উপর ভিত্তি করে। তাই নিশ্চিত তথ্যের জন্য শাওমির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে। আগামী দিনে ডিভাইসটির সম্পর্কে আরও তথ্য প্রকাশ হবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, Samsung Galaxy Z TriFold দু'টি হিঞ্জ ব্যবহার করে ভাঁজ হয়। প্রথম ভাঁজ খুললে ফোল্ডেবল ডিভাইসের মতো হয় এবং দ্বিতীয় ভাঁজ খুললে ট্যাবের আকারে বদলে যায়। ফোনের ভিতরে 10 ইঞ্চি ডিসপ্লে এবং বাইরে 6.5 ইঞ্চি স্ক্রিন রয়েছে। সমস্ত ভাঁজ খুলে ফেললে অর্থাৎ ট্যাবলেট মোডে ফোনের পুরুত্ব মাত্র 3.99 মিলিমিটার।
এই ডিভাইসে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার হয়েছে৷ এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। ফোনটিতে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 15W ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 5,600mAh ব্যাটারি আছে। প্রাইমারি এবং কভার স্ক্রিনে দু'টি 10 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পিছনের অংশে 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.