সূর্যের অতিরিক্ত গ্যাস আর উল্কাপাতের মিলনে পৃথিবীতে প্রথম জলের আবির্ভাব হয়েছিল। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য জানা গিয়েছে।
বেশিরভাগ উল্কাতে বরফ থাকে। সেখান থেকেই পৃথিবীতে প্রথম জলের আগমন হয়েছিল।
“সৌরমন্ডল তৈরীর সময় কীভাবে জলের আবির্ভাব হয়েছিল তা সম্পূর্ণ অন্যভাবে ভাবা যেতে পারে।” বলে জানিয়েছেন আরিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিট বুসেক।
"হাইড্রোজেল ও অস্কিজেনের সংমিশ্রণ জল। পৃথিবীতে হাইড্রোজেনের যে কোন উৎপত্তিস্থল থেকে জলের আগমন হতে পারে।” বলেন তিনি।
নতুন এই তত্ব সৌরমন্ডলের উৎপত্তির প্রচলিত ধারনাকে সমর্থন করে। এই গবেষণার ফল সত্যি হলে সৌরমন্ডলের বাইরে প্রান থাকার সম্ভাবনা বেড়ে যাবে।
এখনো পর্যন্ত বিভিন্ন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ্রত মোট 3,800 প্রহ খুঁজে পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই গবেষণা সেখা প্রান থাকার সম্ভাবনা বাড়িয়ে দিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন