পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে। এর পরে আবার 2021 সালের 26 জুন দেখা যাবে পূর্ঙরাস চন্দ্রগ্রহণ। 2018 সালের 27 জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।
আজ রাতে মঙ্গল পৃথিবীর সবথেকে ঙ্কাছে চলে আসবে মানেই যে মঙ্গল গ্রহ আজ রাতে সবথেকে উজ্জ্বল দেখা যাবে তা নয়। 27 থেকে 30 জুলাই পর্যন্ত সবথেকে উজ্জ্বল দেখা গিয়েছিল মঙ্গলকে।