পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে। এর পরে আবার 2021 সালের 26 জুন দেখা যাবে পূর্ঙরাস চন্দ্রগ্রহণ। 2018 সালের 27 জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।
62 মিনিট ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
2019 সালের প্রথম মাসেই ‘সুপার ব্লাড মুন' দেখার সৌভাগ্য হবে। জানুয়ারি মাসের 20 অথবা 21 তারিখে (টাইমজোনের উপরে নির্ভর করছে) এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়া যাবে। আমেরিকা, পশ্চিম ইউরোপ আর আফ্রিকা থেকে এই ঘটনা প্রত্যক্ষ করা যাবে। ঐ দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ‘সুপার ব্লাড মুন' দেখা যাবে। এর পরে আবার 2021 সালের 26 জুন দেখা যাবে পূর্ঙরাস চন্দ্রগ্রহণ। 2018 সালের 27 জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।
21 জানুয়ারি ভারতীয় সময় সকাল 10 টা 11 মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। 62 মিনিট ধরে চলবে গ্রহণ। এশিয়ার কোনও দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে না। এছাড়াও পূর্ব আফ্রিকা ও পূর্ব ইউরোপ থেকে এই গ্রহণের শুরু দেখা যাবে। পূর্ণগ্রাস গ্রহণ 62 মিনিট ধরে চললেও সম্পূর্ণ গ্রহণটি চলবে 3 ঘন্টা 30 মিনিট ধরে।
চাঁদ ও সূর্যের সাথে এক সরলরেখায় পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণ হয়। তখন সূর্যের আলো পৃথিবীতে আটকে গিয়ে আর চাঁদে পৌঁছাতে পারে না। ফলে চন্দ্রগ্রহণ হয়।
চন্দ্রগ্রহণের সময় চাঁদ থেকে একটি লাল আভা দেখা হবে। পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিসৃত আলো চাঁদের অন্ধকার জায়গাতে গিয়ে পড়ার জন্য এই লাল আভা দেখা যাবে। নীল ও বেগুনি রঙের থেকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে বলেই চাঁদকে লাল দেখতে হবে। এই মহাজাগতিক ঘটনার নাম ‘সুপার ব্লাড মুন'।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters