সব থেকে ভারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো ISRO

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 ডিসেম্বর 2018 12:43 IST

বুধবার ফ্রেঞ্চ গায়ানা থেকে GSAT-11 মহাকাশে পাঠিয়েছে ISRO

ভারতের সবথেকে ভারী কৃত্রিম উপগ্রহ GSAT-11 মহাকাশে পাঠালো ISRO। বুধবার ফ্রেঞ্চ গায়ানা থেকে আরিয়ানএস্কেপ রকেটে চেপে GSAT-11 মহাকাশে পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা।

ভারতীয় স্পেস রির্সাচ অর্গানাইজেশন (ISRO) ফ্রেঞ্চ গায়ানার ফরাসি উৎক্ষেপণ কেন্দ্র স্পেসপোর্ট থেকে ‘‘GSAT-11” নামের পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। ভারতীয় সময় রাত দুটো বেজে সাত মিনিটে এই উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।

ISRO প্রধান কে শিভান জানিয়েছেন, ‘‘GSAT-11 হল পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট। সারা ভারতে ব্রডব্যান্ড পরিসেবার উন্নতিতে এই স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্মের বিভিন্ন পরিসেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাবে দেশের মানুষ।''

প্রধাণত গ্রামীন ভারতে ইন্টারনেট পরিষেবা আরও উন্ন করতে ব্যবহার হবে নতুন GSAT-11। শহুরে এলাকাতে বডব্যান্ড পরিষেবায় বিপুল উন্নতি হলেও গ্রামীন ভারতে এখনও তেমন ভালো হয়নি ব্রডব্যান্ড পরিকাঠামো। সেই চিত্র বদলে দেবে নতুন এই কৃত্রিম উপগ্রহটি।

GSAT-11, বানাতে খরচ হয়েছে প্রায় 600 কোটি টাকা। মহাকাশে 15 বছর কাজ করবে এই কৃত্রিম উপগ্রহ। 5,854 কিলোগ্রাম ওজনের কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষমতা এই মুহূর্তে ভারতের উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে নেই। সেই কারণে ভাড়া করা হয়েছিল ফরাসি উৎক্ষেপণ কেন্দ্রটি, সংবাদ সংস্থাকে এই কথা জানিয়েছে ISRO।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: ISRO
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রিমিয়াম ফোনের বাজার কাঁপাবে iQOO 15, থাকবে দুর্ধর্ষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর
  2. 165Hz স্ক্রিন ও Snapdrgon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে বাজার কাঁপাতে আসছে OnePlus 15
  3. 50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!
  4. Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা
  5. টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition
  6. ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
  7. ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব
  8. সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা
  9. 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন
  10. 6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.