Chandrayaan-2 এর কোন প্রভাব ভবিষ্যতের কোন মিশনে পড়বে না। ইতিমধ্যেই মহাকাশে মানুষ পাঠানোর জন্য Gaganyaan মিশনের কাজ শুরু হয়েছে। সেই মিশনেও Chandrayaan-2 এর কোন প্রভাব পড়বে না। সম্প্রতি এই কথা জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO।
2022 সালে Gaganyaan মিশনে মহাকাশে তিন জন ভারতীয়কে মহাকাশে পাঠাবে ISRO
Chandrayaan-2 এর কোন প্রভাব ভবিষ্যতের কোন মিশনে পড়বে না। ইতিমধ্যেই মহাকাশে মানুষ পাঠানোর জন্য Gaganyaan মিশনের কাজ শুরু হয়েছে। সেই মিশনেও Chandrayaan-2 এর কোন প্রভাব পড়বে না। সম্প্রতি এই কথা জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। 2022 সালে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ইসরো। ইসরোর এক উচ্চ পদস্থ আধিকারিক পি জি দিবাকর জানিয়েছেন চন্দ্রযান ও গগনযান উদ্দেশ্য এবং মাত্রার মিশন।
“এর ফলে কোন সমস্যা হবে না। এর কোন প্রভাব ভবিষ্যতে পড়বে না। সব স্যাটেলাইট মিশন ও হিউম্যান ফ্ল্যাইট মিশন আগের মতোই মসৃণভাবে চলবে। সব মিশনের গুরুত্ব আলাদা।” পিটিআই কে জানিয়েছেন দিবাকর।
তবে চন্দ্রযান ২ ল্যান্ডারে কোথায় সমস্যা হয়েছিল সেই বিষয়ে কোন মন্তব্য করেন নি তিনি। চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিমি উপরে পৃথিবীর সাথে বিক্রম ল্যান্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়। 2022 সালে তিন জন ভারতীয়কে কহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে ISRO। স্বাধীনতা দিবসের ভাষনে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গগনযান ছাড়াও সূর্যের কাছাকাছি পৌঁছাতে আদিত্য এল-১ মিশন শুরুর পরিকল্পনা করছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা। এছাড়াও মহাকাশ স্টেশন তৈরীর পরিকল্পনা রয়েছে ইসরোর। ভবিষ্যতে মঙ্গল ও শুক্রগ্রহেও যান পাঠানোর চিন্তা ভাবনা করছেন দেশের বিজ্ঞানীরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Grand Theft Auto 6 Delayed Again, Rockstar Games Sets New November 2026 Launch Date