গত শুক্রবার থেকে ভারতের বাজারে ipad (2018) -এর বিক্রি শুরু হয়ে গেছে. যারা কিনতে ইচ্ছুক তারা ফ্লিপকার্ড বা অফলাইনে কিনতে পারেন. মার্চে লঞ্চ হওয়া এই আইপ্যাডের দাম 28,000 টাকা. এটি এপেল পেন্সিলকে সাপোর্ট করে, যার মূল্য 7600 টাকা.
যারা ফ্লিপকার্ডে কিনবেন তারা সঙ্গে সঙ্গে ৫ শতাংশ (200 টাকা পর্যন্ত) ছাড় পাবে. সেই সাথে এরপর বিনা সুদে ইএমআই -এর বিকল্প আছে. 3122 টাকা থেকে ইএমআই শুরু. বাজারে এটি গোল্ড ও স্পেস গ্রে রঙে পাওয়া যাবে. এতে 9.7 ইঞ্চির রেটিনা আইপিএস ডিস্প্লে আছে, যা এপেল পেন্সিল স্টাইলসকে সাপোর্ট করে.
এপেল এতে ৭ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দিয়েছে. আইপ্যাডে 1.2 মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ক্যামেরা আছে. কানেক্টিভিটির হিসাবে বলা যেতে পারে এতে ওয়াই-ফাই, এলটিই, 4জি, এ-জিপিএস, ব্লুটুথ, লাইটনিং পোর্ট দেওয়া হয়েছে. আইপ্যাডে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে. সেই সাথে এতে সমস্ত রকম জরুরি সেন্সর দেওয়া হয়েছে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.