লিকুইড রেটিনা ডিসপ্লে সহ 11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে নতুন iPad Pro। সম্প্রতি লঞ্চ হওয়া iPhone XR ফোনে একই টেকনোলজির ডিসপ্লে ব্যবহার হয়েছিল। নতুন iPad Pro এর ভিতরে রয়েছে A12X বায়োনিক চিপ।
গত শুক্রবার থেকে ভারতের বাজারে ipad (2018) -এর বিক্রি শুরু হয়ে গেছে. যারা কিনতে ইচ্ছুক তারা ফ্লিপকার্ড বা অফলাইনে কিনতে পারেন. মার্চে লঞ্চ হওয়া এই আইপ্যাডের দাম 28,000 টাকা.