গত বছর অগাস্ট মাসে Jio-র ফাইবার ব্রডব্যান্ড কানেকশন GigaFiber এর ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। তখন থেকেই কবে এই কানেকশন পৌঁছাবে তা জানতে উদগ্রীব গ্রাহকরা। এছাড়াও পাঠকদের মধ্যে Jio GigaFiber সম্পর্কে একাধিক প্রশ্ন জমা হয়েছে।অবশেষে সারাদেশের অল্প কিছু শহরের নির্বাচিত অংশে এই কানেকশন পৌঁছাতে শুরু করেছে। তবে বাণিজ্যিকভাবে কানেকশন না দিয়ে প্রিভিউ অফারে GigaFiber কানেকশন শুরু করেছে Jio।
ইতিমধ্যেই বাজারে একাধিক খবর পাওয়া গেলেও GigaFiber নিয়ে এতদিন মুখ খোলেনি Jio। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে GigaFiber নিয়ে একাধিক প্রশ্ন ও তার উত্তর দিয়েছে Jio।
আরও পড়ুন: Jio GigaFiber সংক্রান্ত সব প্রশ্ন ও তার উত্তর
এই মুহূর্তে GigaFiber কানেকশন নেওয়ার জন্য My Jio অ্যাপ থেকে নিজের আগ্রহের কথা জানাতে হবে। এরপর আপনার পাড়ায় কানেকশন পৌঁছালে কোম্পানি আপনার সাথে যোগাযোগ করে নেবে।
আপাতত প্রিভিউ অফারে GigaFiber কানেকশন দিচ্ছে Jio। আগামী কয়েক মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে শুরু হবে Jio GigaFiber। তখনই এই ব্রডব্যান্ড কানেকশন এর সব প্ল্যান বিস্তারে জানা যাবে।
আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন
প্রিভিউ অফারে Jio GigaFiber ইনস্টলেশনের সময় 4500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল (ONT) গিগাহাব হোম গেটওয়ে ডিভাইসের জন্য এই সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। তবে কানেকশন ইনস্টলেশন ও অ্যাক্টিভেশন এর জন্য আলাদা টাকা দিতে হবে না। কানেকশন ছেড়ে দিলে সিকিউরিটি ডিপোজিট ফিরিয়ে দেবে কোম্পানি।
Jioজানিয়েছে প্রিভিউ অফারে প্রথম তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে GigaFiber কানেকশন ব্যবহার করা যাবে। 100 Mbps স্পিডে মাসে 100GB ডেটা ব্যবহার করা যাবে। এই ডেটা শেষ হয়ে গেলে MyJio অ্যাপ অথবা Jio ওয়েব অতিরিক্ত 40GB ডেটা পাওয়া যাবে।
কোম্পানি জানিয়েছে আপাতত শুধু প্রিপেডে শুরু হবে এই সার্ভিস। যদিও পরে পোষ্টপেইড কানেকশন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। তবে কবে পোস্ট পেড কানেকশন চালু হবে তা জানায়নি Jio।
আরও পড়ুন: Jio অফার: লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্ল্যান নিয়ে হাজির Jio
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন