ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করল Tata Sky

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 অগাস্ট 2018 12:59 IST
হাইলাইট
  • ভারতে ব্রডব্যান্ড পরিষেবা শুরু করল Tata Sky
  • 100 Mbps স্পিডে নতুন এই ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে Tata Sky
  • ভারতে 12 টি শহরে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা শুরু হয়েছে

100 Mbps স্পিডে নতুন এই ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে Tata Sky।

শিঘ্রই লঞ্চ হবে Jio GigaFiber। তার ঠিক আগেই ভারতে ব্রডব্যান্ড পরিষেবা শুরু করল Tata Sky। রেজিস্ট্রেশান শুরু হলেও এখনো Jio GigaFiber কানেকশান দেওয়া শুরু হয়নি। আপাতত ভারতে 12 টি শহরে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা শুরু করেছে Tata Sky। কোন শহরে Tata Sky ব্রডব্যান্ড কানেকশান নেওয়া যাবে তা কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে। ওয়েবসাইটে। 100 Mbps স্পিডে নতুন এই ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে Tata Sky।

আপাতত মুম্বাই, থানে, দিল্লি, গাজিয়াবাদ, মিরা ভয়ন্দর, গুরগ্রাম, নয়ডা, পুনে, ভোপাল, চেন্নাই, বেঙ্গালুরু ও আমেদাবাদ শহরে এই পরিষেবা শুরু হয়েছে। কোন এলাকাতে এই পরিষেবা শুরু হয়েছে কী না কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই শহরের গ্রাহকরা নিজের পিন কোড দিয়ে তা দেখে নিতে পারবেন। এক মাস, তিন মাস পাঁচ মাস নয় মাস ও বারো মাসে প্যাকেজে Tata Sky ব্রডব্যান্ড কানেকশান নেওয়া যাবে।

এক মাসের প্যাকে 5Mbps, 10Mbps, 30Mbps, 50Mbps আর 100Mbps স্পিডের প্যাকেজের দাম হবে যথাক্রমে 999 টাকা, 1,150 টাকা, 1,500 টাকা, 1,800 টাকা আর 2,500 টাকা। এই সবকটি প্ল্যানেই আনলিমিটেড ডাটা ব্যবহার করা যাবে। তবে কানেকশান নেওয়ার সময় গ্রাহককে 1200 টাকা ইন্সটলেশান ফি দিতে হবে। এর পরে বিনামূল্যে একটি Wifi রাউটার পাওয়া যাবে।

এক মাসের প্ল্যান ছাড়াও তিন মাস পাঁচ মাস নয় মাস ও বারো মাসে প্যাকেজে Tata Sky ব্রডব্যান্ড কানেকশান নেওয়া যাবে। এই সব প্ল্যানের বিবর কোম্পানির ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।

গত মাসে Jio GigaFiber লঞ্চ করা হয়েছিল। 15 অগাস্ট থেকে এই সার্ভিসের রেজিস্ট্রেশান শুরু করেছে Jio। কোম্পানি জানিয়েছে আপাতত 1100 টি শহরে এই পরিষেবা শুরু হবে। যে এলাকা থেকে বেশি রেজিস্ট্রেশান হবে সেই এলাকায় আগে কানেকশান দেওয়া হবে বলে জানিয়েছে Jio। তবে ঠিক কবে থেকে Jio GigaFiber কানেকশান দেওয়া শুরু হবে তা জানা যায়নি।একাধিক রিপোর্টে জানানো হয়েছে দীপাবলীর আগেই GigaFiber কানেকশান দেওয়া শুরু করবে Jio।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor Win সিরিজ স্মার্টফোনের জগতে বিপ্লব ঘটিয়ে 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  2. Xiaomi 17: ওপ্পো, ভিভো, রিয়েলমির পর শাওমির প্রিমিয়াম স্মার্টফোন দেশে আসছে, ফিচার্স দেখে নিন
  3. Realme Neo 8 আসতে পারে জানুয়ারিতে, 8000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ প্রসেসরে করবে বাজিমাত
  4. BSNL ফিরিয়ে আনল 1 টাকার রিচার্জ প্ল্যান, 30 দিন আনলিমিটেড কলিং ও ডেইলি 2GB ডেটা ফ্রি
  5. Gmail ব্যবহারকারীদের জন্য খুশির খবর, Email অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google
  6. OnePlus Turbo: ওয়ানপ্লাসের 9000mAh ব্যাটারির ফোনের ছবি ফাঁস, ফিচার্সে চমক
  7. Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক
  8. Xiaomi 17 Ultra: DSLR-কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাজির শাওমির নতুন স্মার্টফোন, ক্যামেরা তাক লাগাবে
  9. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  10. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.