ভারতে লঞ্চ হয়েছে Amazfit GTR 4 New স্মার্টওয়াচ, পুরোনো মডেলের তুলনায় আরো আকর্ষিত

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 6 সেপ্টেম্বর 2024 11:51 IST
হাইলাইট
  • ঘড়িটিতে নতুন বৈশিষ্ট্য হিসেবে স্বতন্ত্রভাবে গান চালানোর সুবিধা আছে
  • এই স্মার্টওয়াচটির মাধ্যমে ব্যবহারকারীদের জিপিএস অবস্থান ট্রেস করা সম্ভ
  • ঘড়িটি Zepp অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ

Amazfit GTR 4 New comes in Brown Leather and Galaxy Black colourways

Photo Credit: Amazfit

বিগত বুধবার ভারতে উন্মোচিত হয়েছে Amazfit GTR 4 New । স্মার্টওয়াচটিতে একটি 1.45 ইঞ্চির AMOLED স্ক্রীন আছে এবং শারীরিক কর্মক্ষমতা দেখার বৈশিষ্ট্য যুক্ত করা আছে। ঘড়িটি 475mAh ব্যাটারি দ্বারা চালিত। কোম্পানীর মতে ব্যাটারিটি সাধারণ ব্যবহারে ক্ষেত্রে 12 দিন পর্যন্ত চলবে। স্মার্টওয়াচটির মধ্যবর্তী ভাগে স্টেইনলেস স্টিলের কাঠামো এবং উপরের অংশে গ্লাস-সিরামিক শেল দ্বারা নির্মিত। ঘরিটি চামড়ার এবং ফ্লুরোইলাস্টোমার স্ট্র্যাপ দ্বারা উপলব্ধি। স্মার্টওয়াচটি Zepp অ্যাপের সাথে সামঞ্জ্যপূর্ণ। ব্যাবহারকারীরা ঘড়িটিতে নিজের পছন্দমত গান চালাতে পারবেন এবং আলেক্সা কন্ট্রোলের সুবিধা উপভোগ করতে পারবেন।

ভারতে Amazfit GTR 4 New এর দাম এবং উপলব্ধতা:

ভারতে অ্যামাজফিট GTR 4 New - এর দাম 16,999 টাকা । স্মার্টওয়াচটি অ্যামাজন এবং ভারতীয় অ্যামাজফিট ওয়েবসাইটে উপলব্ধ । স্মার্টওয়াচটি স্টেইনলেস স্টীল দ্বারা নির্মিত কেসে উপলব্ধ। এটি ব্রাউনলেদার এবং গ্যালাক্সিব্ল্যাক এই দুই রঙের স্ট্রাপে পাওয়া যাবে

Amazfit GTR 4 New এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

ঘড়িটি গোলাকৃতি 1.45 ইঞ্চির AMOLED স্ক্রীন দ্বারা সজ্জিত। এটির রেজলিউশন 466 x 466পিক্সেল এবং পিক্সেল ঘনত্ব 326 ppi। এর পাশাপাশি এটিতে ফিঙ্গারপ্রিন্ট বিরোধী আবরণ এবং টেম্পার্ড গ্লাসের সুরক্ষা বর্তমান।

স্মার্টওয়াচটি ব্লুটুথের মাধ্যমে কল করার এবং স্বাধীনভাবে গান চালানোর সুবিধা প্রদান করে থাকে। এটিতে 2.3জিবি পর্যন্ত MP3 ফাইল অন্তর্ভূক্ত করা যাবে। ঘড়িটিতে Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্ট বৈশিষ্ট্যটি যুক্ত করা আছে।

নতুন ঘড়িটিতে আগেথেকেই 150টিরও বেশি স্পোর্টস মোড আছে এবং এটি 150টিরও বেশি ওয়াচফেস সমর্থন করে।
অন্যদিকে ঘড়িটিতে স্বাস্থ্য অনুসরণ সম্পর্কিত বৈশিষ্ট্য যেমন - ব্যবহারকারীর হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা, স্ট্রেসস্তর, শ্বাস-প্রশ্বাসের মাত্রা এবং মাসিকচক্র ইত্যাদি অন্তর্ভুক্ত করা আছে। এছাড়াও ঘড়িটিতে AI সমর্থিত ব্যবহারকারীর ঘুম পর্যবেক্ষনের বৈশিষ্ট্যটিও যুক্ত করা আছে। স্মার্টওয়াচটি Zepp অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ।

সংযোগের ক্ষেত্রে এটিতে Wi-Fi, ব্লুটুথ 5.0 এবং GPS যুক্ত করা আছে এবং ঘড়িটিতে অবস্থিত একটি বারোমেট্রিক অ্যালটিমিটারের সাহায্যে, ব্যবহারকারীদের অবস্থান পথানুসরণ করা যায়।

ঘড়িটি 475mAh ব্যাটারী দ্বারা নির্মিত। এটি সাধারণ ব্যবহারের ক্ষেত্রে 12 দিন পর্যন্ত চলতে পারে ,কিন্তু ভারী ব্যবহারে ক্ষেত্রে 8 দিন কমে যায়। অন্যদিকে GPS মোডে ব্যাটারিটি মাত্র 28 ঘন্টা চালিত হয়।

ঘড়িটির মধ্যবর্তী অংশটি স্টেইনলেস স্টিলের কাঠামো এবং উপরের অংশে গ্লাস-সিরামিক দিয়ে নির্মাণ করা হয়েছে। স্ট্র্যাপ বর্হিভূত এটির ওজন 49 গ্রাম। হার্টরেটবেস ছাড়া বডির আকার 46.5x 46.5 x 11.2 মিমি। চামড়ার স্ট্র্যাপটির ওজন 11গ্রাম এবং ফ্লুরোইলাস্টোমার স্ট্র্যাপটির ওজন 25 গ্রাম। স্মার্টওয়াচটিকে, জল থেকে সুরক্ষার জন্য 5 ATM যুক্ত করা হয়েছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনের জগত বিপ্লব! iPhone 17 Pro ও iPhone 17 Pro Max লঞ্চ করল Apple
  2. iPhone Air: অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা স্মার্টফোন লঞ্চ হল, দাম জেনে নিন
  3. ইয়ারফোনের দুনিয়ায় যুগান্তর, AirPods Pro 3 লঞ্চ করল Apple
  4. iPhone 17 সিরিজের সঙ্গে তিনটি হাই-টেক স্মার্টঘড়ি আনল Apple, ফিচার্স অবাক করবে
  5. প্রেশার মাপা থেকে বিনা নেটওয়ার্কে কলিং, বাজিমাত করবে Apple-এর নতুন স্মার্টওয়াচ
  6. নতুন কুলিং সিস্টেম থেকে দুর্ধর্ষ ক্যামেরা, iPhone 17 Pro সিরিজে আসছে বিপ্লব
  7. PVR INOX টিকিটের দাম কমিয়ে দিল, পছন্দের সিনেমা দেখুন মাত্র 99 টাকায়
  8. iPhone 17 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, সঙ্গে Apple Watch 11 ও AirPods Pro 3 আসতে পারে
  9. 200MP ক্যামেরার Samsung Galaxy S24 Ultra অর্ধেক দামে মিলছে, সেল শুরু হওয়ার আগেই অবিশ্বাস্য অফার
  10. 5000mAh ব্যাটারি, 128 জিবি স্টোরেজ, ও জলরোধী রেটিং সহ লঞ্চ হল Honor Play 10
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.