CMF Watch Pro 2 লঞ্চ ভারতে, 1.32 ইঞ্চি স্ক্রিন ও পরিবর্তনযোগ্য বেজেল

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 9 অগাস্ট 2024 10:23 IST
হাইলাইট
  • CMF Watch Pro 2 ভারতে লঞ্চ হয়েছে
  • পরিবর্তনযোগ্য বেজেল ও স্ট্র্যাপ সহ
  • ১.৩২ ইঞ্চি AMOLED ডিসপ্লে

CMF Watch Pro 2 ভারতে লঞ্চ হয়েছে, CMF Phone 1 এবং CMF Buds Pro 2 এর সাথে। এই স্মার্টওয়াচটিতে আছে পরিবর্তনযোগ্য বেজেল এবং স্ট্র্যাপ । আরো আছে একটি ১.৩২  ইঞ্চি AMOLED অ্যালওয়েজ  অন ডিসপ্লে এবং এতে ১০০টিরও বেশি প্রি  ইনস্টলড ওয়াচ ফেস রয়েছে। এটি ব্লুটুথ কলিং, ১২০টিরও বেশি স্পোর্টস মোড, হার্ট রেট এবং রক্তের অক্সিজেন স্তর সেন্সর এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং সাপোর্ট করে। এটিতে আছে ১১ দিনের ব্যাটারি লাইফ ।

CMF Watch Pro 2 মূল্য ও প্রাপ্যতা


ভারতে CMF Watch Pro 2  এর মূল্য শুরু ৪,৯৯৯ টাকা থেকে, অ্যাশ গ্রে এবং ডার্ক গ্রে রঙের জন্য। ব্লু এবং অরেঞ্জ ভেগান লেদার ফিনিশের মূল্য ৫,৪৯৯ টাকা। অতিরিক্ত ৭৪৯ টাকার বিনিময়ে ব্যবহারকারীরা অতিরিক্ত বেজেল এবং স্ট্র্যাপ সেট পেতে পারেন। 

CMF Watch Pro 2 ভারতে বিক্রি শুরু হবে ১২ জুন দুপুর ১২টায় ফ্লিপকার্টে। কোম্পানি জানিয়েছে যে যারা CMF Phone 1 এবং Watch Pro 2 একসাথে কিনবেন, তারা ১,০০০ টাকার ছাড় পাবেন।

CMF Watch Pro 2 স্পেসিফিকেশন ও ফিচার


CMF Watch Pro 2  তে ১.৩২ ইঞ্চি AMOLED অ্যালওয়েজ  অন ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ৪৬৬ x ৪৬৬, ৬০Hz রিফ্রেশ রেট, ৬২০ নিট পিক ব্রাইটনেস এবং ৩৫৩ ppi পিক্সেল ডেনসিটি। স্মার্টওয়াচটি হার্ট রেট, রক্তের অক্সিজেন স্যাচুরেশন এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার।

এই ওয়াচে ১০০টিরও বেশি ওয়াচ ফেস এবং ১২০টিরও বেশি প্রিসেট স্পোর্টস মোড রয়েছে। CMF Watch Pro 2  এর ডেটা CMF Watch App এর সাথে সিঙ্ক্রোনাইজ করা হয়। স্মার্টওয়াচটি পরিবর্তনযোগ্য বেজেল এবং স্ট্র্যাপ সহ আসে, যাতে ব্যবহারকারীরা লুক কাস্টমাইজ করতে পারে। এটি ব্লুটুথ ৫.৩, GPS, GLONASS, Galileo, QZSS এবং Beidou কানেক্টিভিটি সমর্থন করে। ব্যবহারকারীরা ব্লুটুথ কলিং ফিচার ব্যবহার করে কল করতে এবং রিসিভ করতে পারবেন ।

CMF Watch Pro 2  তে আছে  ৩০৫mAh ব্যাটারি যা ১১ দিনের ব্যাটারি লাইফ অফার করে। ঘড়িটিতে আরো আছে IP68 রেটিং, যা ধুলা এবং পানির ছিটে প্রতিরোধ করবে।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল
  2. OnePlus Pad Lite বাজারে এল, মধ্যবিত্তের বাজেটে 11 ইঞ্চি স্ক্রিন ও 9340mAh ব্যাটারি
  3. জলে ভিজলেও দিব্যি চলবে, Moto G96 সেরা ক্যামেরা ও 5500mAh ব্যাটারির সাথে হাজির
  4. গিরগিটির কায়দায় রঙ বদল! নতুন স্মার্টফোনে বিরাট চমক আনল Oppo
  5. Samsung Galaxy Unpacked 2025: আজ ঘরে বসেই দেখুন Galaxy Z Fold 7, Z Flip 7 ফোনের লঞ্চ ইভেন্ট
  6. OnePlus Buds 4 ভারতে লঞ্চ হল, এক চার্জে 45 ঘন্টা গান শোনা যাবে, রয়েছে 55db ANC
  7. OnePlus Nord 5 ও Nord CE 5 ভারতে এল, 7,100mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা রয়েছে
  8. 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল Ai+ Pulse ও Nova 5G স্মার্টফোন, দাম মাত্র 4,999 টাকা
  9. Amazon Prime Day 2025 সেলে কম দামে বিক্রি হবে iPhone 15, কত টাকা ছাড় জানেন
  10. স্ক্রিনে টাচ করার দিন অতীত, মুখে বলে ছবি এডিট করার AI ফিচার Realme 15 সিরিজে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.