CMF Watch Pro 2 ভারতে লঞ্চ হয়েছে, CMF Phone 1 এবং CMF Buds Pro 2 এর সাথে। এই স্মার্টওয়াচটিতে আছে পরিবর্তনযোগ্য বেজেল এবং স্ট্র্যাপ । আরো আছে একটি ১.৩২ ইঞ্চি AMOLED অ্যালওয়েজ অন ডিসপ্লে এবং এতে ১০০টিরও বেশি প্রি ইনস্টলড ওয়াচ ফেস রয়েছে। এটি ব্লুটুথ কলিং, ১২০টিরও বেশি স্পোর্টস মোড, হার্ট রেট এবং রক্তের অক্সিজেন স্তর সেন্সর এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং সাপোর্ট করে। এটিতে আছে ১১ দিনের ব্যাটারি লাইফ ।
ভারতে CMF Watch Pro 2 এর মূল্য শুরু ৪,৯৯৯ টাকা থেকে, অ্যাশ গ্রে এবং ডার্ক গ্রে রঙের জন্য। ব্লু এবং অরেঞ্জ ভেগান লেদার ফিনিশের মূল্য ৫,৪৯৯ টাকা। অতিরিক্ত ৭৪৯ টাকার বিনিময়ে ব্যবহারকারীরা অতিরিক্ত বেজেল এবং স্ট্র্যাপ সেট পেতে পারেন।
CMF Watch Pro 2 ভারতে বিক্রি শুরু হবে ১২ জুন দুপুর ১২টায় ফ্লিপকার্টে। কোম্পানি জানিয়েছে যে যারা CMF Phone 1 এবং Watch Pro 2 একসাথে কিনবেন, তারা ১,০০০ টাকার ছাড় পাবেন।
CMF Watch Pro 2 তে ১.৩২ ইঞ্চি AMOLED অ্যালওয়েজ অন ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ৪৬৬ x ৪৬৬, ৬০Hz রিফ্রেশ রেট, ৬২০ নিট পিক ব্রাইটনেস এবং ৩৫৩ ppi পিক্সেল ডেনসিটি। স্মার্টওয়াচটি হার্ট রেট, রক্তের অক্সিজেন স্যাচুরেশন এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার।
এই ওয়াচে ১০০টিরও বেশি ওয়াচ ফেস এবং ১২০টিরও বেশি প্রিসেট স্পোর্টস মোড রয়েছে। CMF Watch Pro 2 এর ডেটা CMF Watch App এর সাথে সিঙ্ক্রোনাইজ করা হয়। স্মার্টওয়াচটি পরিবর্তনযোগ্য বেজেল এবং স্ট্র্যাপ সহ আসে, যাতে ব্যবহারকারীরা লুক কাস্টমাইজ করতে পারে। এটি ব্লুটুথ ৫.৩, GPS, GLONASS, Galileo, QZSS এবং Beidou কানেক্টিভিটি সমর্থন করে। ব্যবহারকারীরা ব্লুটুথ কলিং ফিচার ব্যবহার করে কল করতে এবং রিসিভ করতে পারবেন ।
CMF Watch Pro 2 তে আছে ৩০৫mAh ব্যাটারি যা ১১ দিনের ব্যাটারি লাইফ অফার করে। ঘড়িটিতে আরো আছে IP68 রেটিং, যা ধুলা এবং পানির ছিটে প্রতিরোধ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন