CMF Watch Pro 2 লঞ্চ ভারতে, 1.32 ইঞ্চি স্ক্রিন ও পরিবর্তনযোগ্য বেজেল

CMF Watch Pro 2 ভারতে লঞ্চ হয়েছে, ১.৩২ ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ এবং ১০০টিরও বেশি প্রি ইনস্টলড ওয়াচ ফেস, ১২০টিরও বেশি স্পোর্টস মোড সহ।

CMF Watch Pro 2 লঞ্চ ভারতে, 1.32  ইঞ্চি স্ক্রিন ও পরিবর্তনযোগ্য বেজেল
হাইলাইট
  • CMF Watch Pro 2 ভারতে লঞ্চ হয়েছে
  • পরিবর্তনযোগ্য বেজেল ও স্ট্র্যাপ সহ
  • ১.৩২ ইঞ্চি AMOLED ডিসপ্লে
বিজ্ঞাপন

CMF Watch Pro 2 ভারতে লঞ্চ হয়েছে, CMF Phone 1 এবং CMF Buds Pro 2 এর সাথে। এই স্মার্টওয়াচটিতে আছে পরিবর্তনযোগ্য বেজেল এবং স্ট্র্যাপ । আরো আছে একটি ১.৩২  ইঞ্চি AMOLED অ্যালওয়েজ  অন ডিসপ্লে এবং এতে ১০০টিরও বেশি প্রি  ইনস্টলড ওয়াচ ফেস রয়েছে। এটি ব্লুটুথ কলিং, ১২০টিরও বেশি স্পোর্টস মোড, হার্ট রেট এবং রক্তের অক্সিজেন স্তর সেন্সর এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং সাপোর্ট করে। এটিতে আছে ১১ দিনের ব্যাটারি লাইফ ।

CMF Watch Pro 2 মূল্য ও প্রাপ্যতা


ভারতে CMF Watch Pro 2  এর মূল্য শুরু ৪,৯৯৯ টাকা থেকে, অ্যাশ গ্রে এবং ডার্ক গ্রে রঙের জন্য। ব্লু এবং অরেঞ্জ ভেগান লেদার ফিনিশের মূল্য ৫,৪৯৯ টাকা। অতিরিক্ত ৭৪৯ টাকার বিনিময়ে ব্যবহারকারীরা অতিরিক্ত বেজেল এবং স্ট্র্যাপ সেট পেতে পারেন। 

CMF Watch Pro 2 ভারতে বিক্রি শুরু হবে ১২ জুন দুপুর ১২টায় ফ্লিপকার্টে। কোম্পানি জানিয়েছে যে যারা CMF Phone 1 এবং Watch Pro 2 একসাথে কিনবেন, তারা ১,০০০ টাকার ছাড় পাবেন।

CMF Watch Pro 2 স্পেসিফিকেশন ও ফিচার


CMF Watch Pro 2  তে ১.৩২ ইঞ্চি AMOLED অ্যালওয়েজ  অন ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ৪৬৬ x ৪৬৬, ৬০Hz রিফ্রেশ রেট, ৬২০ নিট পিক ব্রাইটনেস এবং ৩৫৩ ppi পিক্সেল ডেনসিটি। স্মার্টওয়াচটি হার্ট রেট, রক্তের অক্সিজেন স্যাচুরেশন এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার।

এই ওয়াচে ১০০টিরও বেশি ওয়াচ ফেস এবং ১২০টিরও বেশি প্রিসেট স্পোর্টস মোড রয়েছে। CMF Watch Pro 2  এর ডেটা CMF Watch App এর সাথে সিঙ্ক্রোনাইজ করা হয়। স্মার্টওয়াচটি পরিবর্তনযোগ্য বেজেল এবং স্ট্র্যাপ সহ আসে, যাতে ব্যবহারকারীরা লুক কাস্টমাইজ করতে পারে। এটি ব্লুটুথ ৫.৩, GPS, GLONASS, Galileo, QZSS এবং Beidou কানেক্টিভিটি সমর্থন করে। ব্যবহারকারীরা ব্লুটুথ কলিং ফিচার ব্যবহার করে কল করতে এবং রিসিভ করতে পারবেন ।

CMF Watch Pro 2  তে আছে  ৩০৫mAh ব্যাটারি যা ১১ দিনের ব্যাটারি লাইফ অফার করে। ঘড়িটিতে আরো আছে IP68 রেটিং, যা ধুলা এবং পানির ছিটে প্রতিরোধ করবে।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে দাম বেশি, 45,000 টাকারও কমে এই দেশে Apple-এর নতুন iPhone 17 সিরিজ
  2. সস্তায় 6,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে Realme P3 Lite 5G, ফিচার্স মন জিতবে
  3. iPhone 17 লঞ্চের পরেই বন্ধ হল এই সমস্ত স্মার্টফোন, পুজোর আগে কেনার প্ল্যান ছিল?
  4. iPhone 17 লঞ্চের পরেই হু হু করে iPhone 16 সিরিজের দাম কমল, কিনবেন নাকি
  5. প্রসেসর থেকে ক্যামেরায় চমকের ছড়াছড়ি, iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর
  6. স্মার্টফোনের জগতে বিপ্লব! বাজারে এল iPhone 17 Pro ও iPhone 17 Pro Max
  7. iPhone Air: অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা স্মার্টফোন লঞ্চ হল, দাম জেনে নিন
  8. AirPods Pro 3: ইয়ারবাডস মাপবে হার্ট রেট, অনুবাদ করে শোনাবে অন্যের ভাষা, বিরাট চমক Apple-এর
  9. Apple Watch Ultra 3: রক্তচাপ বাড়লেই সতর্ক করবে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ
  10. প্রেশার মাপা থেকে বিনা নেটওয়ার্কে কলিং, বাজিমাত করবে Apple-এর নতুন স্মার্টওয়াচ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »