ভারতে এল Fiio M6 পোর্টেবেল হাই-রেসোলিউশন মিউজিক প্লেয়ার: দাম ও স্পেসিফিকেশান

ভারতে এল Fiio M6 পোর্টেবেল হাই-রেসোলিউশন মিউজিক প্লেয়ার: দাম ও স্পেসিফিকেশান

USB Type-C পোর্ট ব্যবহার করে কম্পিউটারে সরাসরি ডিজিটাল টু এনালগ কনভার্টার হিসাবে ব্যবহার করা যাবে Fiio M6

হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Fiio M6
  • থাকছে ডিজিটাল টু এনালগ কনভার্টার (DAC)
  • 12,990 টাকায় এই ডিভাইস পাওয়া যাচ্ছে
বিজ্ঞাপন

দুর্দান্ত অডিও কোয়ালিটির জন্য পরিচিত পোর্টেবল অডিও প্রস্তুতকারী সংস্থা Fiio। এবার ভারতে নতুন হাই রেজলিউশন মিউজিক প্লেয়ার নিয়ে এল চিনের কোম্পানিটি। সঙ্গীতপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে Fiio M6। নতুন এই পোর্টেবেল অডিও প্লেয়ারে রয়েছে বিশেষ অ্যামপ্লিফায়ার, ডিজিটাল টু এনালগ কনভার্টার (DAC), হেডফোন ও ইয়ারফোন।  ভারতে M6 এর দাম 14,990 টাকা। তবে কোম্পানির ওয়েবসাইটে 12,990  টাকায় এই ডিভাইস পাওয়া যাচ্ছে। কোম্পানির ওয়েবসাইট ছাড়াও একাধিক অনলাইন ও অফলাইন রিটেলার এর কাছে পাওয়া যাবে Fiio M6।

 

আরও পড়ুন: ভারতে বিক্রি শুরু হল Samsung Galaxy M10 আর Galaxy M20

 

M6 এ কম্প্যাক্ট ডিজাইন ব্যবহার করেছে Fiio। থাকছে একটি 3.2 ইঞ্চি (480X800 পিক্সেলস)  টাচস্ক্রিন ডিসপ্লে।  অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর উপরে তৈরি হয়েছে এই ডিভাইসের ইউজার ইন্টারফেস। পোর্টেবল মিউজিক প্লেয়ার টির ভেতরে থাকবে  একটি Samsung Exynos 7270 চিপসেট। সাথে থাকছে ডিজিটাল টু এনালগ কনভার্টার (DAC)। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এর সাথেই ব্লুটুথ ব্যবহার করে Fiio M6 থেকে গান শোনা যাবে। থাকছে AptX HD আর LDAC কোডেক সাপোর্ট।

 

আরও পড়ুন: সস্তা হল Samsung Galaxy S9+

 

প্রায় সব ধরনের জনপ্রিয় অডিও ফাইল চালাতে পারবে Fiio M6। DSD, FLAC, WAV আর ALAC এর সাথেই সাপোর্ট করবে জনপ্রিয় MP3, WMA, OGG আর AAC ফর্ম্যাটগুলি। M6 এর ভিতর থাকবে একটি 1,200 mAh ব্যাটারি।  একবার চার্জ করে 13 ঘণ্টা হেডফোনের ও 15 ঘণ্টা ব্লুটুথ ব্যবহার করে গান শোনা যাবে। Fiio M6 এ থাকছে 2GB ইনবিল্ড স্টোরেজ।  তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এই পোর্টেবল মিউজিক প্লেয়ার এর স্তরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

 

আরও পড়ুন: 100 Mbps ব্রডব্যান্ডে ধামাকা প্ল্যান নিয়ে এল BSNL

 

কানেকটিভিটির জন্য Fiio M6 এ থাকছে  Wi-Fi আর USB Type-C পোর্ট। বাক্সের সাথেই একটি 10W  চার্জিং অ্যাডাপ্টার ও কেবল দেবে কোম্পানি।  এছাড়াও USB Type-C পোর্ট ব্যবহার করে কম্পিউটারে সরাসরি ডিজিটাল টু এনালগ কনভার্টার হিসাবে ব্যবহার করা যাবে Fiio M6। ‘High-REd Audio' সার্টিফাইড এই ডিভাইস নিঃসন্দেহে বাজারে অন্য যে কোন মিউজিক প্লেয়ার এর থেকে তে এগিয়ে থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Fiio, Fiio M6, Portable media player
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে থাকছে ছাড়
  2. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: 1 লাখ টাকার নিচে গেমিং ল্যাপটপে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে
  3. অসাধারণ সমস্ত ছাড় নিয়ে এসে গিয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025, থাকছে দারুন অফার
  4. স্মার্টটিভির উপর আকর্ষণীয় ছাড় নিয়ে এসে গিয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025
  5. সমস্ত জিনিসের উপর আকর্ষনীয় ডিলের সাথে শুরু হলো 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল
  6. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির ডিভাইসের উপর থাকছে দারুন অফার
  7. মধ্য বাজেটের মধ্যে লঞ্চ করা হতে পারে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro
  8. 2.5D AMOLED স্ক্রিন এবং সুইমিং মোডের সাথে লঞ্চ হতে চলেছে Huawei Band 9
  9. এবার জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের সাবস্ক্রাইবাররা পাবে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম দেখার সুযোগ
  10. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy S-সিরিজের তিনটি নতুন স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »