মঙ্গলবার ভারতে Mi Beard Trimmer লঞ্চ করেছে Xiaomi। ভারতে IPX7 সার্টিফায়েড এই ট্রিমারে থাকছে একাধিক ফিচার। ভারতে এই প্রথম গ্রুমিং বিভাগে কোন প্রোডাক্ট লঞ্চ করল চিনের কোম্পানিটি। ট্রিমারের সাথেই দুটি চিরুনি থাকছে। 40 টি আলাদা ধাপে এই ট্রিমার ব্যবহার করে দাঁড়ি ট্রিম করা যাবে। স্টেনলেস স্টিল ব্যবহার করে তৈরী হয়েচ্ছে এই ট্রিমারের ব্লেড। তার সহ ও তার ছাড়া ব্যবহার করা যাবে Mi Beard Trimmer।
ইতিমধ্যেই Mi.com থেকে Mi Beard Trimmer প্রি-অর্ডার শুরু হয়েছে। 27 জুন থেকে 1,199 টাকায় কেনা যাবে এই প্রোডাক্ট। 27 জুন Amazon.in আর Mi.com থেকে শুরু বিক্রি।
Mi Beard Trimmer এর স্টেন লেস স্টিল ব্লেড নিজে থেকে ধার হবে। 0.5 মিমি সূক্ষ্মতায় কাটতে পারবে এই ট্রিমার। 20 টি সেটিংস এ দুটি চিরুনি তে মোট 40 টি সেটিংস এ দাঁড়ি কাটা যাবে এই ট্রিমার ব্যবহার করা যাবে।
Xiaomi জানিয়েছে মাত্র 5 মিনিট চার্জে 10 মিনিট ব্যবহার করা যাবে এই ট্রিমার। ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে 90 মিনিট সময় লাগবে। কোম্পানি জানিয়েছে যে কোন পাওয়ার ব্যাঙ্ক অথবা মোবাইল চার্জার ব্যবহার করে এই ট্রিমার চার্জ করা যাবে।
IPX7 সার্টিফিকেশনের কারনে জল লাগলে কোন সমস্যা হবে না। হাত থেকে যেন ফসকে না যায় সেই জন্য থাকছে বিশেষ টেক্সচার ফিনিশ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন