ভারতে নতুন Android স্মার্ট টিভি নিয়ে এল Thomson। চারটি ডিসপ্লে সাইজে এই টিভি লঞ্চ হয়েছে। নতুন Android স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। 43 ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ডিসপ্লে সাইজে এই টিভি পাওয়া যাবে। এই টিভিতে Android Oreo TV ভার্সান অপারেটিং সিস্টেম চলবে।
43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি আর 65 ইঞ্চি ডিসপ্লে সাইজে নতুন Thomson স্মার্ট টিভি পাওয়া যাবে। 43 ইঞ্চি টিভির দাম 29,999 টাকা, 50 ইঞ্চি টিভির দাম 34,999 টাকা, 55 ইঞ্চি টিভির দাম 38,999 টাকা আর 65 ইঞ্চি টিভির দাম 59,999 টাকা। এই সব টিভিতে থাকছে Dolby Audio আর DTS সাপোর্ট। থাকছে ইন বিল্ট Chromecast সাপোর্ট।
Android TV অপারেটিং সিস্টেমে একগুচ্ছ প্রিলোডেড অ্যাপ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য Google Play Movies, Google Play Music, YouTube আর Netflix এর মতো জনপ্রিয় অ্যাপগুলি। এছাড়াও Google Play Store থেকে 5,000 এর বেশি অ্যাপ ডাউনলোড করা যাবে।
Flipkart থেকে পাওয়া যাবে Thomson স্মার্ট টিভি। সম্প্রতি 20,999 টাকা থেকে ভারতে 40 ইঞ্চি 4K টিভি লঞ্চ করেছিল Thomson।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন