আগামী বছরের মধ্যেই কি আপনার মৃত্যু হবে? ভবিষ্যৎবাণী করতে পারে কৃ্ত্রিম বুদ্ধিমত্তা

বিজ্ঞাপন
Edited by Indrani Halder, আপডেট: 14 নভেম্বর 2019 10:34 IST
হাইলাইট
  • এমনটাই দাবি করছেন আধুনিক বিজ্ঞানের গবেষকরা
  • প্রায় ৪ লক্ষ রোগীর থেকে সংগ্রহ করা প্রায় ১.৭৭ মিলিয়ন ইসিজি
  • নির্ভুল ভাবে বলে দেবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স

একজন মানুষের ECG রিপোর্ট পরীক্ষা করে সেই মানুষটি আগামী এক বছরের মধ্যে মারা যাবেন কিনা তা নাকি এবার নির্ভুল  ভাবে বলে দেবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা  (Artificial Intelligence) । অন্তত এমনটাই দাবি করছেন আধুনিক বিজ্ঞানের গবেষকরা । তবে এই সিদ্ধান্তে এমনি এমনিই তো পৌঁছে যাননি গবেষকরা। এমন ঘোষণা করার আগে এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য, পেনসিলভেনিয়ার জিজিংগার হেলথ সিস্টেমের গবেষকরা প্রায় ৪ লক্ষ রোগীর থেকে সংগ্রহ করা প্রায় ১.৭৭ মিলিয়ন ইসিজি এবং অন্যান্য চিকিৎসাজনিত রেকর্ডের ফলাফল বিশ্লেষণ করেছেন। ইসিজি সিগন্যালকে বিশ্লেষণ করে নিউরাল নেটওয়ার্ক মডেল এক বছরের মধ্যে মৃত্যুর ঝুঁকি থাকলে তার পূর্বাভাস দিতে পারে।

আশ্চর্যের বিষয়, যে ইসিজি রিপোর্ট দেখে হয়তো চিকিৎসক মনে করছেন যে রোগীর হৃদয় বা হার্টের স্বাভাবিক অবস্থা রয়েছে সেই রোগীদের ইসিজি পরীক্ষা করেও নিউরাল নেটওয়ার্ক মৃত্যুর ঝুঁকি (Death Risk) সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছে বলে দাবি গবেষকদের। দেখা গেছে, তিনজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ আলাদা আলাদাভাবে ইসিজি পর্যালোচনা করে যেখানে কোনও সমস্যা ধরতে পারেননি সেখানে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ওই সমস্যা শনাক্ত করা সম্ভব হয়েছে। "এটি এই সমীক্ষার সর্বাধিক গুরুত্বপূর্ণ সন্ধান। এটি ভবিষ্যতে ইসিজিগুলি ব্যাখ্যার পদ্ধতিকেই পুরোপুরি বদলে দিতে পারে", জানিয়েছেন পেনসিলভেনিয়ার ড্যানভিলের গিজিংগার-এ ইমেজিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন বিভাগের চেয়ারম্যান ব্র্যান্ডন ফোরনওয়াল্ট।

অন্য একটি গবেষণায় দেখা গেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক মডেলগুলি ইসিজি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে পারে এবং রোগীদের সম্ভাব্য বিপজ্জনক অনিয়মিত হৃদস্পন্দন (অ্যারিথমিয়া) থেকে মৃত্যুর সম্ভাবনাও চিহ্নিত করতে পারে। তাঁরা এও আবিষ্কার করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা ইসিজি পরীক্ষার ফলাফল পরীক্ষা করে  অনিয়মিত হৃদস্পন্দন থেকে মৃত্যুর সম্ভাবনার প্রায় সঠিক পূর্বাভাস দিতে পারে। গত ১৬ থেকে ১৮ নভেম্বর ফিলাডেলফিয়ার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক অধিবেশন এও এই বিষয়টি উপস্থাপন করা হয়।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে একদিকে যেমন সুবিধা আছে, তেমন একটি অসুবিধাও রয়েছে। "এই মডেলগুলির মাধ্যমে রুটিন ইসিজি রিপোর্ট বিশ্লেষণ করে অন্তর্ভুক্ত করা সহজ হবে। তবে কম্পিউটারের পূর্বাভাসের ভিত্তিতে রোগীদের জন্য উপযুক্ত চিকিৎসার পরিকল্পনা করা তখন আরও বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দেবে", মনে করছেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ের প্রতিষ্ঠিত লেখক সুশ্রাব্য রঘুনাথ ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: AI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G67 Power 5G লঞ্চ হচ্ছে নভেম্বর 5, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা
  2. WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
  3. iPhone 18 Pro তুলবে DSLR মার্কা ছবি, স্মার্টফোনের ক্যামেরায় আসবে নতুন যুগ?
  4. 6,200mAh ব্যাটারি ও 50MP টেলিফটো ক্যামেরা যুক্ত Redmi স্মার্টফোন বিক্রি হচ্ছে 6,000 টাকা ডিসকাউন্টে
  5. Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি
  6. OnePlus Turbo ভারতে দুর্দান্ত ফিচার্স নিয়ে আসছে, থাকবে বিশাল 8,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং
  7. ChatGPT Go: চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রি! OpenAI-এর ঘোষণায় ইন্টারনেট তোলপাড়
  8. iQOO 15 নতুন অপারেটিং সিস্টেম সহ ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 100x জুম ক্যামেরা
  9. 200MP পেরিস্কোপ এবং 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে Xiaomi 17 Ultra আসছে বাজার তোলপাড় করতে
  10. OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.