খাবার পৌঁছে দেবেন এক ‘মুসলিম’, তাই বাতিল হল অর্ডার! জবাবে মন জিতল Zomato

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জুলাই 2019 19:06 IST
হাইলাইট
  • মুসলিম আসছেন তাঁকে খাবার পৌঁছে দিতে
  • তাই ডেলিভারি নিতে অস্বীকার করলেন গ্রাহক
  • মঙ্গলবার এই ঘটনা ঘটেছে

ভারতের 200 শহরে খাবার ডেলিভার করে Zomato

খিদে পেলে মাথা কাজ করে না অনেকেরই! খালি পেটের জ্বালায় উড়ে যায় যাবতীয় বাছবিচার, তবে সকলের তো ওড়ে না। অনেকেরই ভুখা পেটের আগে খড়্গহস্ত হয়ে দাঁড়ায় ধর্ম। যেমন, অমিত। মধ্যপ্রদেশের অমিত, ধর্মের খাতায় যার নাম হিন্দু তালিকায়। মঙ্গলবার রাতে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato তে খাবার অর্ডার করেও ভীষণই অসন্তুষ্ট তিনি। কারণ? একজন মুসলিম আসছেন তাঁকে খাবার পৌঁছে দিতে! এ কেমন অনাচার? মোটেও ধর্মে সইছে না। খাবারের অর্ডার বাতিল করে দিতে চেয়ে Zomato -র গ্রাহক পরিসেবায় মেসেজও করেন অমিত। তাঁর দাবি, ওই মুসলিম ব্যক্তির পৌঁছে দেওয়া খাবার মুখে তুলবেন না তাঁরা, বদলে দিতে হবে ডেলিভারি পার্সনকে। খালি পেটের উর্ধ্বে গিয়ে এমন গোঁড়ামির মুখে যে জবাব দিয়েছে Zomato সেই প্রতিক্রিয়া অবশ্য অগুনতি মানুষের মন জিতে নিয়েছে।

Zomato ও সেই গ্রাহকের কথোপোকথনের স্ক্রিনশট
ছবি: Twitter/ @NaMo_SARKAAR

একাধিক টুইটের মাধ্যমে মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লাও Zomato -র গ্রাহক পরিসেবার সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে বলেছেন, তিনি বিষয়টি তাঁর আইনজীবীদের কাছে নিয়ে যাবেন। অমিত শুক্লা টুইট করেছেন, “Zomato - র একটি অর্ডার বাতিল করলাম। তারা আমার খাবার পৌঁছে দেওয়ার জন্য একটি অ-হিন্দু রাইডারকে দায়িত্ব দিয়েছিল। ওরা জানিয়েছে যে তারা চালক পরিবর্তন করতে পারবে না এবং টাকাও ফেরত দিতে পারবে না।”

কোম্পানির প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল তাঁর কোম্পানির বার্তা ও সিদ্ধান্ত বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। দীপিন্দর গোয়েল টুইট করেছেন, “ভারতের ধারণা বিষয়ে আমরা গর্বিত এবং একইভাবে আমাদের সম্মানীয় গ্রাহক ও অংশীদারদের বৈচিত্র্য নিয়েও আমরা গর্বিত। আমাদের মূল্যবোধের পথে বাধা দেয় এমন কোনও ব্যবসায় হারাতে হলে আমাদের দুঃখ নেই!”

গোঁড়ামি এবং ঘৃণার প্রতি প্রত্যাখ্যান জানাতে এমন পদক্ষেপ করার জন্য সোশ্যাল মিডিয়ায় Zomato -র ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত। বাস্তবিকই, ভুখা পেটের কোনও ধর্ম কি কোনও দেশে আছে? প্রশ্ন করুন নিজেকেও।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato, Zomato Order
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2025 সালের শেষে ধামাকা অফার, 16000 টাকা ডিসকাউন্ট Samsung-এর 5G ফোনে
  2. Moto G57 Power-এর দাম লঞ্চের এক দিন আগেই ফাঁস, খুব সস্তায় 7,000mAh ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা
  3. Realme P4x 5G-এর দাম ও ফিচার্স ফাঁস, 90টি অ্যাপ একসঙ্গে চললেও স্লো হবে না!
  4. Oppo আনছে Sony ক্যামেরা এবং 1.5K রেজোলিউশন ডিসপ্লের দুর্দান্ত স্মার্টফোন
  5. Realme C85 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  6. Lava আনছে প্রিমিয়াম ফিচার্সের বাজেট 5G ফোন, লঞ্চের আগে দেখা গেল IMEI সাইটে
  7. 144Hz স্ক্রিন সহ Poco Pad X1 লঞ্চ হচ্ছে নভেম্বরে, ফিচার্স দেখলে চোখ আটকে যাবে
  8. Nothing Phone 4a ধরা পড়ল BIS সাইটে, ধামাকা নিয়ে ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে
  9. Oppo-র প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের সেল শুরু, জিরো ডাউন পেমেন্ট ও নো-কস্ট EMI অফার আছে
  10. iQOO 15 স্মার্টফোনের প্রি-বুকিং শুরু, ফ্রি ইয়ারবাডস ও দুই বছর ওয়ারেন্টি জেতার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.