করোনাভাইরাস লকডাউনের কারণে দেশে মদের চাহিদা তুঙ্গে। একাধিক রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী এই পরিস্থিতিতে মদ ডেলিভারি শুরু করতে পারে Zomato।
বাড়ি বসেই মিলতে পারে মদ। সাম্প্রতিক রিপোর্টে অন্তত এমনই জানা দিয়েছে। করোনাভাইরাস লকডাউনের কারণে দেশে মদের চাহিদা তুঙ্গে। একাধিক রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী এই পরিস্থিতিতে মদ ডেলিভারি শুরু করতে পারে Zomato।
খাবার ছাড়াও ইতিমধ্যেই সবজি ও মুদিখানা জিনিস ডেলিভারি শুরু করেছে Zomato। করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে বহু রেস্টুরেন্ট বন্ধ হয়েছে। এছাড়াও সংক্রমণের ভয়ে মানুষ রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার কমিয়েছেন।
25 মার্চ গোটা দেশে মদের দোকান বন্ধ হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে মদের দোকান খোলার অনুমতি মিলেছে। এর ফলে সারা দেশেই মদের দোকানের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে।
মদের বিক্রিতে লাগাম টানতে ইতিমধ্যেই মদে বিশেষ ‘করোনা ফি' চাপিয়েছে দিল্লি সরকার। এই জন্য মদের দামের উপরে অতিরিক্ত ৭০ শতাংশ কর দিতে হচ্ছে। মুম্বাইতে মদের দোকান খোলার দুই দিনের মধ্যে তা বন্ধ হয়েছে।
এই মুহূর্তে ভারতে মদ ডেলিভারির কোন ব্যবস্থা নেই। এবার সেই কাজ শুরু করতে চলেছে Zomato।
ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে লেখা এক চিঠিতে Zomato প্রধান মহিত গুপ্তা জানিয়েছেন, “প্রযুক্তি ব্যবহার বাড়ি বাড়ি মদ পৌঁছে দিলে মানুষ দায়বদ্ধ ভাবে সুরাপান করনে পরবেন।”
ভারতে বিভিন্ন রাজ্যে 18 থেকে 25 বছরের মধ্যে মদ্যপানের বয়স শুরু হয়। আপাতত যে সব এলাকায় করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ কম সেই সব এলাকায় মদ ডেলিভারির পরিকল্পনা করছে Zomato।
ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান রাজ্যগুলিকে মদ ডেলিভারির অনুমতি নেওয়ার আবেদন জানিয়েছেন। এর ফলে লকডাউনের রাজ্যগুলির রোজগার বাড়বে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।
লকডাউনের সময় মদের ডেলিভারি শুরু হলে মানুষ মদ কেনার জন্য বাইরে যাওয়া বন্ধ করবেন। ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কমবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Might Soon Let You Set a Profile Cover Photo on iOS
Honor X80 Pricing Details and Key Specifications Tipped Online