Photo Credit: Amazon
আগামী 20 জুলাই ভারতে শুরু হবে Amazon prime day সেল। চলবে 21 জুলাই পর্যন্ত। এই সেলে নানা রকম জিনিসের দামের উপর ডিসকাউন্ট পাওয়া যাবে। যেমন ব্যক্তিগত জিনিস, ইলেকট্রনিক্স, স্মার্টফোন এবং আরও অনেক কিছুই পাওয়া যাবে। এর সাথে লাভজনক ব্যাংকের অফার দ্বারা কম দামে জিনিস কিনতে পারবেন।
Amazon ঘোষণা করেছে যে, আসন্ন প্রাইম ডে সেলে, আমাজনের নিজস্ব ব্র্যান্ডের উপর উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাবে। যেমন –স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, ফায়ার টিভি স্টিক, অ্যালেক্সা সমর্থন সহ ইকো স্মার্ট স্পিকার এবং অন্যান্য অ্যালেক্সা স্মার্ট হোম কম্বিনেশনগুলি 55 শতাংশ পর্যন্ত ছাড়ের সাথে পাওয়া যাবে। আমাজন স্মার্ট হোম আপ্লেইন্সের সাথে কম্বো অফারও যোগ করা হয়েছে। মাত্র 4,749 টাকায় একটি Echo Dot (5 th generation) এর সাথে LED Smart Blub পাওয়া যাবে। আবার মাএ 3,749 টাকায় Echo Dot ( 4 th generation) এর সাথে একটি Wipro 9W LED Smart Colour Bulb পাওয়া যাবে। 2,749 টাকায় Wipro এর 9W LED Smart Bulb এর সাথে Echo Pop এবং 2,948 টাকায় Echo Pop এর সাথে Amazon Smart Plug পেতে পারবেন।
গ্রাহকরা কম মূল্যে Amazon Echo Pop কিনতে পারবেন। যেমন Echo Show 5 (2nd Gen) কেনা যাবে 3,999 টাকায়, এগুলো বর্তমানে বিক্রি হচ্ছে 3,999 এবং 8,999 টাকায়। Prime Day সেলে Amazon Echo Show 8 (2nd Generation) 8,999 টাকায় পাওয়া যেতে পারে। বর্তমানে এর দাম 13,999 টাকা গ্রাহকরা সর্বনিম্ন 2,199 টাকায় ফায়ার টিভি স্টিক পাবেন যা স্বাভাবিক(4,499) দামের থেকে 56 শতাংশ কম। 1,999 টাকায় অ্যালেক্সা ভয়েস রিমোট লাইটের সাথে ফায়ার টিভি স্টিক কেনা যাবে। Fire TV Stick 4K 43 শতাংশ ছাড়ের সাথে 3,999 টাকায় কেনা যাবে, এর যার বর্তমান মূল্য 5,999 টাকা। ক্রেতারা 50 শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সাথে ইনবিল্ট ফায়ার স্মার্ট টেলিভিশন পেতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন