অ্যামাজন প্রাইম ডে সেল 2024: সেল সিজনের স্মার্ট ক্রেতা হোন।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 13:17 IST
হাইলাইট
  • অ্যামাজন প্রাইম ডে তে 2024 এর 21 জুলাই পর্যন্ত চলবে।
  • অ্যামাজন স্মার্ট হোম পণ্যের উপর ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। গ্রাহকরা ব্য
  • অ্যামাজন প্রাইম ডে সেলটি বিভিন্ন বিভাগ জুড়ে শত শত ডিলের সাথে লাইভ

Photo Credit: Amazon

আগামী 20 জুলাই ভারতে শুরু হবে Amazon prime day সেল। চলবে 21 জুলাই পর্যন্ত। এই সেলে নানা রকম জিনিসের দামের উপর ডিসকাউন্ট পাওয়া যাবে। যেমন ব্যক্তিগত জিনিস, ইলেকট্রনিক্স, স্মার্টফোন এবং আরও অনেক কিছুই পাওয়া যাবে। এর সাথে লাভজনক ব্যাংকের অফার দ্বারা কম দামে জিনিস কিনতে পারবেন।

2024 Amazon Prime Day তে যেসব অফারপ্রযোজ্য সেগুলির বিবরন:

Amazon ঘোষণা করেছে যে, আসন্ন প্রাইম ডে সেলে, আমাজনের নিজস্ব ব্র্যান্ডের উপর উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাবে। যেমন –স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, ফায়ার টিভি স্টিক, অ্যালেক্সা সমর্থন সহ ইকো স্মার্ট স্পিকার এবং অন্যান্য অ্যালেক্সা স্মার্ট হোম কম্বিনেশনগুলি 55 শতাংশ পর্যন্ত ছাড়ের সাথে পাওয়া যাবে। আমাজন স্মার্ট হোম আপ্লেইন্সের সাথে কম্বো অফারও যোগ করা হয়েছে। মাত্র 4,749 টাকায় একটি Echo Dot (5 th generation) এর সাথে LED Smart Blub পাওয়া যাবে। আবার মাএ 3,749 টাকায় Echo Dot ( 4 th generation) এর সাথে একটি Wipro 9W LED Smart Colour Bulb পাওয়া যাবে। 2,749 টাকায় Wipro এর 9W LED Smart Bulb এর সাথে Echo Pop এবং 2,948 টাকায় Echo Pop এর সাথে Amazon Smart Plug পেতে পারবেন।

গ্রাহকরা কম মূল্যে Amazon Echo Pop কিনতে পারবেন। যেমন Echo Show 5 (2nd Gen) কেনা যাবে 3,999 টাকায়, এগুলো বর্তমানে বিক্রি হচ্ছে   3,999 এবং 8,999 টাকায়। Prime Day সেলে Amazon Echo Show 8 (2nd Generation)  8,999 টাকায় পাওয়া যেতে পারে। বর্তমানে  এর দাম  13,999 টাকা গ্রাহকরা সর্বনিম্ন 2,199 টাকায় ফায়ার টিভি স্টিক পাবেন যা স্বাভাবিক(4,499) দামের থেকে 56 শতাংশ কম। 1,999 টাকায় অ্যালেক্সা ভয়েস রিমোট লাইটের সাথে ফায়ার টিভি স্টিক কেনা যাবে। Fire TV Stick 4K 43 শতাংশ ছাড়ের সাথে 3,999 টাকায় কেনা যাবে, এর যার বর্তমান মূল্য 5,999 টাকা।  ক্রেতারা 50 শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সাথে ইনবিল্ট ফায়ার স্মার্ট টেলিভিশন পেতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo জানুয়ারি মাসে তিন দুর্দান্ত স্মার্টফোন ভারতে আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  2. 108MP ক্যামেরা-সহ Redmi Note 15 5G ভারতে 6 জানুয়ারি লঞ্চ হচ্ছে, দাম, ফিচার্স এক ক্লিকে জেনে নিন
  3. 6,800mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 200MP ক্যামেরা সহ আসছে নয়া Xiaomi স্মার্টফোন
  4. Vivo X200T স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, ফাঁস হওয়া ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে
  5. Redmi Note 15 5G: রেডমির নতুন 108 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. 200MP ক্যামেরার সঙ্গে Realme 16 Pro সিরিজ 6 জানুয়ারি ভারতে আসছে, DSLR স্টাইলে তুলবে পোট্রেট ছবি
  7. Redmi Pad 2 Pro 5G-এর প্রথম টিজার প্রকাশ্যে, 12,000mAh ব্যাটারি-সহ শীঘ্রই ভারতে আসতে পারে
  8. বাজারে আসার পাঁচ মাসের মধ্যেই 11,000 টাকার বেশি দাম কমল এই দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোনের
  9. বছরের শেষে লোভনীয় অফার, Nothing Phone 3 বিক্রি হচ্ছে 30,000 টাকা সস্তায়
  10. Pornhub: পর্ন দেখার নেশা সর্বনাশ ডেকে আনল, ঠিকানা সহ পরিচয় ফাঁসের আশঙ্কা প্রচুর মানুষের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.