Amazon Great Indian Festival সেলে ফোন সহ নানা ইলেকট্রনিক্স প্রোডাক্টে বিপুল ছাড় থাকবে
Photo Credit: Amazon
Amazon Great Indian Festival Sale 2025 এর দামামা বেজে গেল। পুজোর মরসুম উপলক্ষে বছরের সবথেকে বড় সেলের আয়োজন করছে অ্যামাজন। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব, ল্যাপটপ, ক্যামেরা, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিন পণ্য অবিশ্বাস্য ছাড়ে বিক্রি হবে। সেলের তারিখ শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে। অ্যামাজন জানিয়েছে, নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করলে অতিরিক্ত 10 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। প্রতিটি সেলের মতো আসন্ন শপিং ফেস্টিভ্যালেও প্রাইম সদস্যদরা 24 ঘন্টা আগেই আগাম অ্যাক্সেস পাবে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের 2025 সংস্করণের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে চলতি বছর পুজোর মরসুম এগিয়ে আসার কারণে আর ক'দিনের মধ্যে সেল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটি বলেছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। ক্রেডিট কার্ডে EM অপশনেও এই ছাড় প্রযোজ্য হবে।
বিভিন্ন পণ্যের দাম তো ব্যাপক হাতে কমবেই, পাশাপাশি ক্রেতারা ক্যাশব্যাক অফার ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিতে পারবেন। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন প্রতি দিন রাত 8টায় বৈদ্যুতিন এবং অন্যান্য পণ্যের উপর নতুন ছাড় ঘোষণা করা হবে। অ্যামাজন তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে সেরা 100টি ডিল তালিকাভুক্ত করবে বলে জানিয়েছে। অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদেরও 5 শতাংশ ক্যাশব্যাকের আশ্বাস দেওয়া হয়েছে।
অ্যামাজন প্রাইম সদস্যরা 24 ঘন্টা আগেই সেলের আর্লি অ্যাক্সেস পাবে। অ্যামাজন পে লেটার রিওয়ার্ডসে অতিরিক্ত 600 টাকা পাওয়ার সুযোগ পাবে ক্রেতারা। অ্যামাজন পে ওয়ালেটের মাধ্যমে জিনিসপত্র কিনলে 100 টাকা পর্যন্ত মূল্য ফেরত পাওয়া যাবে। এছাড়াও, কার্ড এবং ভাউচারের মাধ্যমে 10 শতাংশ পর্যন্ত সাশ্রয় করার সুযোগ দেবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল 2025। গ্রাহকদের অনলাইন লেনদেনের জন্য ব্যাঙ্ক কার্ড সক্রিয় করার ও দ্রুত চেকআউট করার জন্য ডেলিভারি ঠিকানা আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল গত বছর 27 সেপ্টেম্বর শুরু হয়েছিল। এই বছর তার আগেই সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে। ভারতে অ্যামাজনের প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্টও তাদের গ্র্যান্ড শপিং ইভেন্ট, বিগ বিলিয়ন ডেজ সেলের প্রচার শুরু করেছে। কিন্তু তারাও এখনো সেলের তারিখ ঘোষণা করেনি। এক কথায়, দুই ই-কমার্স জায়েন্টের ডিসকাউন্ট দেওয়ার প্রতিযোগিতায় আখেরে লাভবান হবে সাধারণ মানুষ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.