OnePlus 13 যে দামে ভারত লঞ্চ হয়েছিল, তার থেকে 12,000 টাকা সস্তায় (অফার ধরে) পাওয়া যাচ্ছে।
OnePlus 13 ফোনে হ্যাসেলব্লাড টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরারা আছে
আজ দীপাবলির সঙ্গে বেশিরভাগ ফেস্টিভ সিজন অফার শেষ হতে চলেছে। অর্থাৎ ঘড়ির কাঁটা রাত বারোটা স্পর্শ করা মাত্রই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সেলের সমাপ্তি ঘটবে। যারা নতুন স্মার্টফোন বা ল্যাপটপ কেনার কথা ভাবছেন, তাদের জন্য কম দামে কেনাকাটার করার এটাই শেষ সুযোগ। সেলের শেষ মুহূর্তে এসে OnePlus 13 তার লঞ্চ প্রাইসের থেকে 12,000 টাকা টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। এমন অফার ফ্ল্যাগশিপ ফোন নিতে ইচ্ছুক ক্রেতাদের জন্য দুর্দান্ত ডিল। সুযোগ হাতছাড়া করলে পরবর্তী সময়ে হা হুতাশ করতে হতে পারে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের শেষ দিনে OnePlus 13 লিস্টেড আছে 61,999 টাকায়। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। উল্লেখ্য, 2025 সালের জানুয়ারি মাসে ভারত লঞ্চ হওয়ার সময় এর দাম 69,9999 টাকা ছিল। অর্থাৎ 8,000 টাকার সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। তবে এখানেই শেষ নয়। ক্রেতারা ব্যাংক অফার যোগ করলে আরও সাশ্রয়ের সুযোগ পাবে।
HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে লেনদেন করলে 4,000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফলে দাম 57,999 টাকায় নেমে আসবে। আবার একই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে নো-কস্ট EMI অপশন নিলে 4,250 টাকা ছাড় মিলবে। ছয় মাসের জন্য প্রতি মাসে 9,625 টাকা কিস্তি দিতে হবে। অর্থাৎ মোট 12,250 টাকা সাশ্রয় হতে পারে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,859 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি মিডনাইট ডন, আর্কটিক ডন, ও ব্ল্যাক ইক্লিপস কালার অপশনে উপলব্ধ।
ওয়ানপ্লাস 13-এর সামনে 6.82 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যা, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, 1 বিলিয়ন কালার, এবং 1,440 x 3,168 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 নির্ভর অক্সিজেনওএস 15 কাস্টম সফটওয়্যারে রান করে। হাই-পারফরম্যান্সের জন্য, এটি Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত।
ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ফোনটিতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি বর্তমান।
উল্লেখ্য, OnePlus 13-এর উত্তরসূরী বা আপগ্রেড ভার্সন OnePlus 15 অক্টোবর 27 লঞ্চ হচ্ছে। ওয়ানপ্লাস আজ পর্যন্ত যতগুলো ফোন বাজারে এনেছে, তাদের মধ্যে এটি সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোন। ডিভাইসটিতে 7,300mAh ব্যাটারি থাকবে যা 120W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন