আজ পর্যন্ত ওয়ানপ্লাস যতগুলো ফোন এনেছে, তাদের মধ্যে OnePlus 15 সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোন।
Photo Credit: X/UniverseIce
OnePlus 15 হবে ওয়ানপ্লাসের বৃহত্তম ব্যাটারিযুক্ত স্মার্টফোন
OnePlus 15 অনেক প্রত্যাশা নিয়ে এই মাসেই বাজারে আসতে চলেছে। সংস্থা ইতিমধ্যেই চীনে লঞ্চের তারিখ হিসেবে অক্টোবর 27, আগামী সোমবারকে নির্বাচন করেছে। এটি ওয়ানপ্লাসের প্রথম ফ্ল্যাগশিপ ফোন যা Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে। এখনও পর্যন্ত ওয়ানপ্লাস যতগুলো স্মার্টফোন এনেছে, তাদের মধ্যে OnePlus 15 সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত ফোন হবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। লঞ্চের ঠিক এক সপ্তাহ আগে আজ নিজেই এই জল্পনায় সিলমোহর দিয়েছে সংস্থা। ওয়ানপ্লাস আসন্ন প্রিমিয়াম ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড প্রকাশ করেছে।
কোম্পানির তরফে টিজার পোস্টার শেয়ার করা জানানো হয়েছে যে, OnePlus 15 স্মার্টফোনে 7,300mAh ব্যাটারি থাকবে। উল্লেখ্য, এতদিন OnePlus Nord CE 5-এর ভারতীয় ভেরিয়েন্ট (7,100mAh) ছিল তাদের বৃহত্তম ব্যাটারি চালিত মডেল। আসন্ন ফোনটির ব্যাটারি 120W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে।
ব্যাটারি ও চার্জিং ছাড়াও, ওয়ানপ্লাস 15-এর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন নিশ্চিত করা গেছে। এতে BOE ব্র্যান্ডের 6.78 ইঞ্চি এক্সডি ওলেড (XD OLED) ডিসপ্লে ব্যবহার করা হবে। প্যানেলটি 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। সংস্থা বলেছে, নতুন ডিসপ্লেটি ওয়ানপ্লাস 13-এর চেয়ে 10 শতাংশ কম শক্তি খরচ করবে। সিকিউরিটির জন্য, আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
OnePlus 15 ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে চলবে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা। গেমিং পারফরম্যান্স বৃদ্ধি করার জন্য, একটি ডেডিকেটেড P3 ডিসপ্লে চিপ মিলবে। ফোনটিতে ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে।
যদি ফাঁস হওয়া তথ্য সঠিক হয়, তাহলে OnePlus 15 অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সর, একটি 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 আল্ট্রাওয়াইড সেন্সর, ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স অফার করবে।
প্রসঙ্গত, OnePlus 15-এর সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে OnePlus Ace 6। এটি একটি হাই-পারফরম্যান্স ফোন হিসেবে বাজারে আসবে। ইতিমধ্যেই টিজার ভিডিও OnePlus Ace 6-এর ডিজাইন প্রকাশ করেছে। এটি তিনটি রঙের বিকল্পে উপলব্ধ হবে। এর সিলভার কালার অপশনের ব্যাক প্যানেলে বড় হরফে লম্বালম্বি লেখা বড় 'ACE' লোগো চলে গেছে। ক্যামেরা মডিউলের ডিজাইন দেখতে অনেকটা OnePlus 15-এর মতো। তবে তিনটি ক্যামেরার পরিবর্তে একজোড়া ক্যামেরা সেন্সর ব্যবহার হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Experiment Shows Martian Ice Could Preserve Signs of Ancient Life
Astronomers Detect Heavy Water in Planet-Forming Disk Around Young Star
NASA Confirms Brightening Comet SWAN Could Be Visible With Binoculars: When and Where to See It