OnePlus Ace 6 অক্টোবর 27 তারিখ OnePlus 15-এর সঙ্গে চীনে লঞ্চ হতে চলেছে।
Photo Credit: OnePlus
OnePlus Ace 6-এর সিলভার কালার অপশনের ACE ব্র্যান্ডিং আছে
OnePlus Ace 6 অক্টোবরের মাসের শেষে OnePlus 15-এর সঙ্গে একই দিনে লঞ্চ হতে চলেছে। এমনটাই ঘোষণা করেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি। এটি অক্টোবর 27 একটি হাই-পারফরম্যান্স হ্যান্ডসেট হিসেবে বাজারে আসবে। কৌতুহলের অবসান ঘটিয়ে টিজারের মাধ্যমে ফোনটির ডিজাইন প্রকাশ করে ফেলেছে ওয়ানপ্লাস। টিজার দেখে নিশ্চিত করা যায়, OnePlus Ace 6 তিনটি রঙের বিকল্পে লঞ্চ হবে। তার মধ্যে একটি কালার ভেরিয়েন্টের পিছনের প্যানেলের একাংশ জুড়ে বড় হরফে 'ACE' ব্র্যান্ডিং লেখা আছে, যা প্রথম দর্শনেই নজর কাড়বে। ডিভাইসটির একটি লক্ষণীয় ফিচার হতে পারে 7,800mAh ব্যাটারি।
OnePlus Ace 6-এর সিলভার কালার অপশনে পিছনের দিকে লম্বালম্বি বড় 'ACE' লোগো চলে গিয়েছে। ফোনটির ক্যামেরা মডিউলের ডিজাইন দেখতে অনেকটা প্রিমিয়াম OnePlus 15-এর মতো। তবে এতে তিনটি ক্যামেরার পরিবর্তে একজোড়া ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি সিলভার ছাড়াও হোয়াইট ও ডার্ক ব্লু/ব্ল্যাক কালার স্কিমে উপলব্ধ হবে।
ওয়ানপ্লাস এস6 কেমন স্পেসিফিকেশনের সঙ্গে আসবে, সে ব্যাপারে সংস্থা বেশি কিছু প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফোনটিতে ফ্ল্যাট ওলেড ডিসপ্লে থাকবে। এটি 120 বা 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত কোয়ালকম কোম্পানির স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরে চলতে পারে। এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
ফটোগ্রাফি ডিপার্টমেন্টের প্রসঙ্গে আসলে, ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করতে পারে ওয়ানপ্লাস। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে সিঙ্গেল 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা। পাওয়ার ব্যাকআপের জন্য, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 7,800mAh ব্যাটারি পাওয়া যেতে পারে।
উল্লেখ্য, OnePlus 15 এই মাসে চীনে লঞ্চ হচ্ছে এবং ভারতে আসতে পারে নভেম্বরে। এটি Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 165 হার্টজ রিফ্রেশ রেট, 120W ফাস্ট চার্জিং, ও 7,500mAh ব্যাটারি নিয়ে আসতে পারে। এতে কোম্পানির নিজস্ব ইমেজিং সিস্টেম সহ 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন ফোনটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স অফার করতে পারে। উল্লেখ্য, হ্যান্ডসেটটি গত মাসে ভারতে Snapdragon Summit Global Highlights Meet-এ প্রদর্শিত হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন