OnePlus 13 যে দামে ভারত লঞ্চ হয়েছিল, তার থেকে 10,000 টাকা সস্তায় (অফার ধরে) পাওয়া যাচ্ছে।
Photo Credit: OnePlus
OnePlus 13 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
Flipkart Big Billion Days 2025 শেষ হয়েছে দশমীর দিন। কিন্তু Amazon Great Indian Festival Sale 2025 ক্রেতাদের জন্য এখনও চালু আছে। সময়ের সাথে সাথে অফারের পরিমাণ কমতে থাকলেও, এখনও প্রচুর পণ্যে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Samsung, OnePlus, এবং Vivo-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিশাল ছাড়ে বিক্রি হচ্ছে। আর আপনি যদি OnePlus-এর অনুরাগী হন ও ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেতে চান, তাহলে আপনার জন্য সেরা ডিল নিয়ে এসেছে Amazon। প্রিমিয়াম ফিচার্সের OnePlus 13 যে দামে ভারত লঞ্চ হয়েছিল, তার থেকে 10,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে OnePlus 13 লিস্টেড আছে 63,999 টাকায়। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। যেখানে ভারতে লঞ্চ হওয়ার সময় এর দাম 69,9999 টাকা ছিল। অর্থাৎ 6,000 টাকার সরাসরি ডিসকাউন্ট। তবে এখানেই শেষ নয়। ক্রেতারা ব্যাংক অফার যোগ করলে 4,000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফলে দাম 59,999 টাকায় নেমে আসবে। হিসেব করে দেখলে মোট 10,000 টাকা সাশ্রয়। ফোনটি মিডনাইট ডন, আর্কটিক ডন, ও ব্ল্যাক ইক্লিপস কালার অপশনে উপলব্ধ।
ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস 13 ফোনটির পিছনের অংশে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 3x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি বর্তমান।
সামনে 6.82 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যা, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্যানেলটি সিরামিক গ্লাস শিল্ড দ্বারা সুরক্ষিত এবং এতে আল্ট্রা HDR ইমেজ সাপোর্টও রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে রান করে। হাই-পারফরম্যান্সের জন্য এটি Qualcomm-এর Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত। সঙ্গে Adreno 830 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) আছে।
জানিয়ে রাখি, OnePlus 15 অক্টোবরে চীনে লঞ্চ হচ্ছে। ফোনটি ইতিমধ্যেই ভারতে প্রদর্শিত হয়েছে। এটি নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। এতে 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটি দেখতে কিছুটা OnePlus 13s-এর মতো যা গত জুনে ভারতে লঞ্চ হয়েছে। হ্যান্ডসেটটিতে ওয়ানপ্লাসের নিজস্ব ইমেজ ইঞ্জিন সহ 50 মেগাপিক্সেলের তিনটি রিয়ার ক্যামেরা, 7,000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন