OnePlus 15 শুক্রবার ভারতে Snapdragon Summit Global Highlights Meet-এ প্রদর্শিত হয়েছে।
ওয়ানপ্লাস ইন্ডিয়ার CEO রবিন লিউ ভারতে OnePlus 15-এর প্রথম ঝলক দেখিয়েছেন
OnePlus 15 আজ শুক্রবার ভারতে Snapdragon Summit Global Highlights Meet-এ আত্মপ্রকাশ করল। চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই এ দেশে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি প্রদর্শন করেছে কোম্পানি। ওয়ানপ্লাস ইন্ডিয়ার CEO রবিন লিউ সামিটের মঞ্চে এসে হ্যান্ডসেটটির প্রথম ঝলক দেখিয়েছেন। এতদিন ধরে চলে জল্পনা সত্যি করে OnePlus 15 নতুন ডিজাইন করা রিয়ার প্যানেলের সঙ্গে দেখা গিয়েছে। দেখতে কিছুটা OnePlus 13s-এর মতো, যা গত জুনে ভারতে লঞ্চ হয়েছে। এতে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল আছে। উল্লেখ্য, 2022 সালে ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ডিভাইসে শেষবার আয়তকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল।
সম্প্রতি কয়েকবার জনসমক্ষে OnePlus-এর ঝলক দেখা গেলেও, এই প্রথমবার কোনও মঞ্চে ফোনটি অফিসিয়ালি প্রদর্শিত হয়েছে। হ্যান্ডসেটটির সাদা রঙের ভেরিয়েন্ট দেখানো হয়েছে। ব্যাক প্যানেল OnePlus 13s-এর সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ ক্যামেরা মডিউলটি ফোনের পিছনের অংশে উপরের বাঁ দিকের কোণায় অবস্থিত। ভিতরে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটি অক্টোবরে চীনে লঞ্চ হতে পারে।
OnePlus 15 একটি পারফরম্যান্স-ফোকাসড স্মার্টফোন হবে। তার জন্য এতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত Snapdragon 8 Elite Gen 5 মোবাইল প্রসেসর দেওয়া হয়েছে। এই ফ্ল্যাগশিপ প্রসেসর 4.6 গিগাহার্টজ ক্লক স্পিডের দু'টি প্রাইম কোর ও 3.62 গিগাহার্টজের ছয়টি পারফরম্যান্সম্যান্স কোর নিয়ে গঠিত। এটি পূর্ববর্তী প্রজন্মের তুলনায় কর্মক্ষমতার দিক থেকে 23 শতাংশ পর্যন্ত উন্নতি প্রদান করবে। OnePlus 15 ছাড়াও, Honor Magic 8 সিরিজ, Realme GT 8 Pro, এবং iQOO 15 মডেলে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট ব্যবহার হবে।
OnePlus 15-এ 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। সামনে 6.7-ইঞ্চি LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, এবং 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ব্যবহার হতে পারে। এছাড়াও, ফোনটিতে 7,000mAh ব্যাটারি সহ 120W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, গতকাল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max লঞ্চ হয়েছে। ফোনগুলি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে এসেছে। Pro মডেল দু'টির পিঠে ক্যামেরা মডিউলের চারপাশে একটি অভিনব সেকেন্ডারি ডিসপ্লে আছে। এটি ফ্লাইট নোটিফিকেশন, ডেলিভারি বা রাইড-হেলিং স্ট্যাটাস, টাইম, ব্যাটারির চার্জ, মিউজিক প্লেব্যাক সহ প্রচুর তথ্য দ্রুত প্রদর্শন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন