827 টি পর্ণ ওয়াবসাইট ব্লক করার নির্দেশ দিল ভারত সরকার। সম্প্রতি উত্তরাখন্ড হাইকোর্ট 857 টি পর্ণ ওয়াবসাইট ব্বলক করার নির্দেশ দিয়েছিল। তার ঠিক পরেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।
গত 27 সেপ্টেম্বর 857টি পর্ণ ওয়েবইসাইট ব্লক করার নির্দেশ দিয়েছিলেন উত্তরাখন্ড হাইকোর্ট
827 টি পর্ণ ওয়াবসাইট ব্লক করার নির্দেশ দিল ভারত সরকার। সম্প্রতি উত্তরাখন্ড হাইকোর্ট 857 টি পর্ণ ওয়াবসাইট ব্বলক করার নির্দেশ দিয়েছিল। তার ঠিক পরেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।
ভারত সরকারের তথ্য প্রযুক্তি দপ্তর আদালতের দায়ে টেলিকম দপ্তরকে 827 টি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দেয়। এই নির্দেশে বলা হয়েছিল, “মাননীয় হাই কোত্ররটের নির্দেশ অনুযায়ী 827 টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হল।” সম্প্রতি এই আদালত 857 টি ওয়াবসাইট বন্দের নির্দেশ দিলেও এর মধ্যে 30 টি ওয়াবসাইটে কোন পর্ণোগ্রাফিক কনটেন্ট পাওয়া যায়নি। সম্প্রতি সব টেলিকম অপারেটারের কাছে এই 827 টি ওয়াবসাইয়ট ব্লক করার নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে।
গত 27 সেপ্টেম্বর এই ওয়েবসাইটিওগুলি ব্লক করার নির্দেশ দিয়েছিলেন উত্তরাখন্ড হাইকোর্ট। 2015 সালের 31 জুলাই প্রথম এই ওয়াবসাইটগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্ত সেই সময় টেলিকম দপ্ত্র জানিয়েছিল ওয়েবসাইটে শিশু পর্ণ না থাকলে তা ব্লক বাধ্যতামূলক নয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Images of Interstellar Object 3I/ATLAS Show a Giant Jet Shooting Toward the Sun
NASA’s Europa Clipper May Cross a Comet’s Tail, Offering Rare Glimpse of Interstellar Material