দেশীয় গ্রাহকের হাতে আসার আগেই সিনেমায় জায়গা করে নিল ডুকাটি স্ক্র্যাম্বলার 1100। নতুন এই মোটরবাইক দেখা গিয়েছে মুক্তি পেতে চলা হলিউডি থ্রিলার ভেনমে-এর ট্রেলারে। ছবির নায়ক টম হার্ডিকে এই বাইক ব্যবহার করতে দেখা যাচ্ছে। আগামী অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি। মনে করা হচ্ছে গোটা ছবিতেই বেশ কয়েকবার এই বাইক দেখতে পাওয়া যাবে। তবে ট্রেলার মারফৎ যেটুকু দেখা গিয়েছে সেটিও কোনও দিক থেকে কম যায় না।
দেখে নিন সেই ভিডিও:
সিনেমা মুক্তি পাওয়ার আগেই ভারতের বাজারে বিক্র হতে শুরু করবে ডুকাটি স্ক্র্যাম্বলার 1100। মনে করা হচ্ছে এ মাসেই শুরু হবে বিক্রি। দাম হতে চলেছে 11 থেকে 12 লক্ষ টাকার মধ্যে। এখন বিশ্বের অন্য কয়েকটি দেশে তিন রকমের স্ক্র্যাম্বলার পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন