Flipkart Republic Day Sale offering discounts on power banks with 20000 mAh battery
Photo Credit: Xiaomi
আজ Flipkart Republic Day সেলের অন্তিম দিন। জানুয়ারি 16 থেকে এই মেগা সেলের সূচনা হয়েছিল। ক্রেতারা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, প্রজেক্টর, ওয়্যারলেস স্পিকার, ক্যামেরা, ওয়াশিং মেশিন, AC, ও ফ্রিজের মতো হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন পণ্য বড়সড় ছাড়ে কেনার সুযোগ পেয়েছেন। সেলের শেষ দিনে 20000 mAh পাওয়ার ব্যাংকে সেরা ডিল পাওয়া যাচ্ছে। বাইরে বেরিয়ে ফোন, ট্যাবলেট, বা ওয়্যারলেস হেডসেট চার্জ করতে চাইলে পাওয়ার ব্যাংক অত্যন্ত জরুরি। কারণ বড় ব্যাটারি থাকায় ডিভাইস একাধিকবার চার্জ করা যায়। চলুন ফ্লিপকার্ট সেলে 20000 mAh পাওয়ার ব্যাংকের অফার দেখে নিই।
20000 mAh ব্যাটারি ক্যাপাসিটির এই পাওয়ার ব্যাংক মাত্র 899 টাকায় বিক্রি হচ্ছে। এর লিস্টিং প্রাইস হল 1,999 টাকা। এতে ফোন, ট্যাব, ইয়ারবাড চার্জ করার জন্য ট্রিপল আউটলেট আছে। এছাড়াও, চিপ থার্মাল শাটডাউন প্রটেকশন ও ব্যাটারি টেম্পারেচার প্রটেকশন সহ একাধিক সুরক্ষা স্তর রয়েছে। কোম্পানি ছয় মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফার করছে।
ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ডের 20000 mAh ব্যাটারির পাওয়ার ব্যাংক 949 টাকায় বিক্রি হচ্ছে। এতে স্মার্ট ডিজিটাল ডিসপ্লে, 22.5W ফাস্ট চার্জিং আউটপুট ও 18W টাইপ-সি ইনপুট আছে। এটি আকারে ছোট এবং হালকা হওয়ার ফলে সহজেই পকেটে নিয়ে ঘোরা যায়।
20000 mAh ব্যাটারি যুক্ত এই পাওয়ার ব্যাংক ফ্লিপকার্টে 999 টাকায় বিক্রি হচ্ছে। ডিভাইসটির ওজন 300 গ্রাম। এতে এলইডি ডিজিটাল ডিসপ্লে, প্রিমিয়াম মেটালিক ফিনিশ, সার্কিট আইডেন্টিফিকেশন প্রটেকশন, শর্ট সার্কিট, প্রটেকশন, ইলেকট্রোস্ট্যাটিক চার্জ প্রটেকশন, এবং ওভারকারেন্ট প্রটেকশন আছে।
বোটের পাওয়ার ব্যাংক ফ্লিপকার্ট ফ্রিডম সেলে 1,099 টাকায় বিক্রি হচ্ছে। এতে 20,000mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ও বারো স্তরের স্মার্ট IC প্রটেকশন আছে। ব্যাটারি স্লিক অ্যালুমিনিয়াম কেসিংয়ের মধ্যে অবস্থিত। কোম্পানি এক বছর ডোমেস্টিক ওয়ারেন্টি দিচ্ছে। পাওয়ার ব্যাংকে দু'টি USB-A আউটপুট পোর্ট, একটি টাইপ সি টু-ওয়ে পোর্ট, এবং একটি মাইক্রো ইউএসবি ইনপুট পোর্ট আছে।
শাওমির 20000 mAh পাওয়ার ব্যাংক ফ্লিপকার্ট ফ্রিডম সেল উপলক্ষে 1,699 টাকায় বিক্রি হচ্ছে। এর লিস্টিং প্রাইস 3,999 টাকা। এটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে একসাথে তিনটি ডিভাইস চার্জ দেওয়া যাবে। ভারতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পাওয়ার ব্যাংকে বারো স্তরের সেফটি প্রটেকশন আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.