ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলে iPhone 16 লঞ্চ প্রাইসের থেকে প্রায় 23,000 টাকা সস্তায় কেনা যাবে।
Photo Credit: Apple
iPhone 16 will be available at a discounted price during the Flipkart Republic Day Sale 2026
Flipkart Republic Day Sale 2026 শুরু হচ্ছে 17 জানুয়ারি থেকে। তবে ফ্লিপকার্ট ব্ল্যাক অথবা প্লাস মেম্বারশিপ থাকলে 24 ঘন্টা আগেই সেলের অ্যাক্সেস পাবে ক্রেতারা। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ফ্রিজ, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন-সহ হরেক রকমের ইলেকট্রনিক্স প্রোডাক্ট বড়সড় ডিসকাউন্টে বিক্রি করবে ই-কমার্স ব্র্যান্ডটি। আর আপনি যদি কম দামে Apple iPhone 16 কেনার সঠিক সময়ের অপেক্ষা করেন, তাহলে এই সেল দারুণ সুযোগ নিয়ে হাজির হচ্ছে। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল চলাকালীন iPhone 16 মডেল লঞ্চ প্রাইসের থেকে প্রায় 23,000 টাকা সস্তায় কেনা যাবে।
iPhone 16 ভারতে 2024 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল। সেই সময় ফোনটির বেস 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 79,900 টাকা রাখা হয়েছিল। কিন্তু গত বছর iPhone 17 সিরিজ লঞ্চের পর মেজর অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোতে দাম 69,900 টাকায় নেমে আসে। ডিভাইসটি এখন ফ্লিপকার্টে 64,900 টাকায় লিস্টেড আছে। তবে এটি রিপাবলিক ডে সেলে 56,999 টাকায় বিক্রি হবে। অর্থাৎ 22,901 টাকা ছাড় মিলবে।
ফ্লিপকার্ট অ্যাপে রিপাবলিক ডে সেলের জন্য যে আলাদা বিভাগ তৈরি করে ডিল ও অফার প্রকাশ করা হচ্ছে, সেখান থেকেই ডিসকাউন্টের ব্যাপারে জানা গিয়েছে। তবে দামের পাশে অ্যাস্টেরিক্স বা তারকাচিহ্ন দেওয়া আছে। এটি নির্দেশ করে যে দামের মধ্যে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস, ও অন্যান্য ডিসকাউন্ট অর্ন্তভুক্ত রয়েছে। ফ্লিপকার্ট এগুলো যোগ করার পর 56,999 টাকাকে চূড়ান্ত মূল্য হিসেবে দেখিয়েছে।
Photo Credit: Flipkart
প্রশ্ন উঠতেই পারে, লেটেস্ট iPhone 17 না কিনে ক্রেতারা কেন iPhone 16 নির্বাচন করবেন? জানিয়ে রাখি, গত বছরের মডেল হওয়া সত্ত্বেও iPhone 16 এখনও একটি পাওয়ারফুল প্রিমিয়িম স্মার্টফোন হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে। এটি ডিজাইনের দিক থেকে iPhone 17-এর মতোই দেখতে ও একঝাঁক ফ্ল্যাগশিপ গ্রেড ফিচার্স অফার করে।
আইফোন 16 মডেলের সামনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যা HDR10, ডলবি ভিশন, এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Apple A18 প্রসেসরে রান করে। ডিভাইসে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি সেন্সর শিফ্ট OIS ও ডুয়াল পিক্সেল PDAF সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত। এতে 3651mAh ব্যাটারি 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Will Reportedly Maintain Control Over Gemini-Powered Siri’s Responses
Resident Evil Village, Like a Dragon: Infinite Wealth Reportedly Coming to PS Plus Game Catalogue in January