Photo Credit: Twitter/ Income Tax India
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্র
PAN card -এর সঙ্গে Aadhaar card লিঙ্ক করার সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্র। এখনও এই কাজ না করে থাকলে চলতি বছর 30 জুনের আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। আয়কর দপ্তর জানিয়েছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। প্রথমে 2019 সালের 31 ডিসেম্বরের মধ্যে এই কাজ করার সময়সীমা থাকলেও পরে তা পিছিয়ে 2020 সালের 31 মার্চ করা হয়েছিল। এবার সময়সীমা আরও পিছিয়ে হল 30 জুন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে আয়কর জমা দেওয়া যাবে না।
নিজের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক রয়েছে কি না জানতে নীচের পদ্ধতি দেখে নিন।
সহজেই এই তথ্য পরীক্ষা করে নিতে পারবেন। 30 জুনের আগে আয়কর দপ্তরের ওয়েবসাইট থেকে এই কাজ করতে পারবেন।
30 জুনের আগে আয়কর দপ্তরের ওয়েবসাইট থেকে এই কাজ করা যাবে।
বাঁ দিকে সাইডবারে ‘Link Aadhaar' অপশন সিলেক্ট করুন।
এখানে ব্রাউজারের পাশ থেকে একাধিক অপশন দেখতে পাবেন। প্যান কার্ড ও আধার কার্ডের তথ্যের সঙ্গেই নিজের ব্যক্তিগত তথ্য দিতে হবে।
এর পরে সুরক্ষার মোবাইল নম্বরে পৌঁছনো ওটিপি ও ডিসপ্লের ক্যাপচা টাইপ করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন