মঙ্গলবার ভারতের 25 টি সবথেকে জনপ্রিয় স্টার্ট আপ এর তালিকা প্রকাশ করেছে LinkedIn। এই তালিকাতে রয়েছে পাঁচ বছরের পুরনো Oyo, হেলথ ও ওয়েলনেস ফার্ম Cure.Fit, অন্য ডিমান্ড ডেলিভারি সার্ভিস Dunzo.in এর মতো জনপ্রিয় স্টার্ট আপ কোম্পানিগুলি।
এই তালিকায় দেখা গিয়েছে ভারতে স্টার্ট আপ কোম্পানিগুলির সবথেকে পছন্দের শহর বেঙ্গালুরু। এই তালিকায় 25 টি কোম্পানির 11 টি বেঙ্গালুরু, 7 টি মুম্বাই, 3 টি গুরুগ্রাম ও 2 টি করে কোম্পানি নতুন দিল্লি ও পুনা শহর থেকে।
এই তালিকায় এক নম্বরে রয়েছে গুরুগ্রামের জনপ্রিয় স্টার্ট আপ Oyo। ইতিমধ্যেই ভারতের সবথেকে বড় হোটেল নেটওয়ার্কের তকমা পেয়েছে কোম্পানিটি। সারা দেশে মোট 230 টি শহরে 1,00,000 এর বেশি ঘর রয়েছে এই কোম্পানির অধীনে। গত কয়েক মাসে চিন, মালয়েশিয়া ও ইংল্যান্ডে হাত বাড়িয়েছে এই বাজেট হোটেল ব্র্যান্ড।
এই তালিকায় দুই নম্বরে রয়েছে বেঙ্গালুরুর স্টার্ট আপ Cure.Fit। চার্টই আলাদা সার্ভিস দিয়ে থাকে এই কোম্পানি। কোন যন্ত্র ছাড়া জিম, হেলথ ফুড, যোগা ও মেডিটেশান সেন্টার ও প্রাইমারি কেয়ারের সুবিধা পাওয়া যায় বেঙ্গালুরুর এই স্টার্ট আপের মাধ্যমে। সম্প্রতি লগ্নিকারীদের কাছ থেকে 120 মিলিয়ান মার্কিন ডলার পেয়েছে এই কোম্পানি। ইতিমধ্যেই সেই টাকার 35 মিলিয়ান মার্কিন ডলারে একটি প্রিমিয়াম জিম চেন কিনেছে Cure.Fit।
এই তালিকায় তিন নম্বরে রয়েছে Dunzo.in। তিন নম্বরের এই কোম্পানির প্রধান কার্যালয় বেঙ্গালুরুতেই। ভারতে Google এর সরাসরি স্টার্ট আপ এই কোম্পানিটি।
এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলি হল ivigo, Digit Insurance, Little Black Book, Republic World, The Minimalist, Razorpay, Innov8 Coworking, Schbang, Acko General Insurance, Treebo Hotels, InCred, Jumbotail, Udaan.com, UpGrad.com, InterviewBit, Shuttl, আর Meesho।
যে কোন স্টার্ট আপ এর বিচারে চার্টই প্রধান স্তম্ভ ব্যবহার করেছে LinkedIn। এগুলি হল কর্মীদের উন্নতি, কাজে ভালোবাসা, কাজের প্রতি আগ্রহ ও সেরা কর্মীদের আকৃষ্ট করা। 2017 সালের জুলাই মাস থেকে 2018 সালের জুন মাস পর্যন্ত এই ম=সমীক্ষা চালিয়েছে LinkedIn।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন