Apple অবিশ্বাস্য গতির M5 চিপ-সহ নতুন MacBook Pro আনল, দিনভর চার্জ ছাড়াই চলবে!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 অক্টোবর 2025 12:35 IST
হাইলাইট
  • শক্তিশালী M5 চিপের সঙ্গে 14 ইঞ্চি MacBook Pro লঞ্চ হয়েছে
  • MacBook Pro M5 ল্যাপটপে উন্নত CPU ও নিউরাল ইঞ্জিন রয়েছে
  • SSD পারফরম্যান্সও দ্বিগুণ হয়েছে বলে দাবি করছে সংস্থা

MacBook Pro M5 এক চার্জে 24 ঘন্টা ব্যাকআপ দেবে

Photo Credit: Apple

Apple অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল পাওয়ারফুল M5 চিপের সঙ্গে 14 ইঞ্চি MacBook Pro লঞ্চ করেছে। আমেরিকার প্রযুক্তি সংস্থাটির নয়া ল্যাপটপের স্পিডে বিশাল আপগ্রেড এসেছে। প্রসেসরটি 2024 সালের MacBook Pro M4-এর তুলনায় 3.5 গুণ দ্রুত AI প্রসেসিং ও 1.6 গুণ ফাস্ট গ্রাফিক্স পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এতে উন্নত সিপিইউ, নিউরাল ইঞ্জিন, এবং উচ্চ মেমরি ব্যান্ডউইথ রয়েছে। Apple নতুন MacBook Pro M5-এর ব্যাটারির আয়ু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। এটি এক চার্জে 24 ঘন্টা ব্যাকআপ দেবে। এছাড়াও, এই ল্যাপটপে একটি সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে, যা iPhone 17 সিরিজের সঙ্গে আত্মপ্রকাশ করেছিল।

MacBook Pro M5 দাম

Apple MacBook Pro M5 ভারতে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস 16 জিবি র‍্যাম + 512 জিবি SSD অপশনের দাম 1,69,900 টাকা। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 1 টিবি SSD ও 24 জিবি র‍্যাম + 1 টিবি SSD কনফিগারেশনের দাম যথাক্রমে 1,89,900 টাকা এবং 2,09,900 টাকা। আগামী বুধবার, অক্টোবর 22 থেকে Apple স্টোর এবং কোম্পানি অনুমোদিত দোকানে সেল শুরু হবে। এটি সিলভার ও স্পেস ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

MacBook Pro M5 স্পেসিফিকেশন ও ফিচার্স

নতুন ম্যাকবুক প্রো এম5 3,024 x 1,964 পিক্সেল রেজোলিউশনের 14 ইঞ্চি লিকুইড রেটিনা XDR ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি SDR কন্টেন্টের জন্য 1000 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ল্যাপটপটিতে একটি 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা এবং Dolby Atmos-সহ ছয়টি স্পিকার স্পেশিয়াল অডিও সিস্টেম রয়েছে। ক্রেতারা চাইলে ন্যানো-টেক্সচার ডিসপ্লে অপশনও বেছে নিতে পারবে। ল্যাপটপের ওজন 1.55 কেজি। 

হাই-পারফরম্যান্সের জন্য, ম্যাকবুক প্রো নতুন এম5 চিপ দ্বারা চালিত যা একটি 10-কোর GPU, একটি 16-কোর নিউরাল ইঞ্জিন এবং একটি 10-কোর CPU নিয়ে গঠিত। অ্যাপল। অ্যাপল জানিয়েছে, তাদের নতুন নিউরাল ইঞ্জিন লোকাল LLM বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে ক্রিয়েটিভ অ্যাপগুলিতে বড়সড় আপগ্রেড এনেছে। এর অর্থ হল, বিভিন্ন AI-ভিত্তিক টুল ইন্টারনেট সংযোগ ছাড়াই তাদের ডিভাইসে সরাসরি ব্যবহার করতে পারবে। এসএসডি পারফরম্যান্সও দ্বিগুণ হয়েছে বলে দাবি করছে ব্র্যান্ড।

Apple আরও দাবি করছে, নতুন MacBook Pro M5-এর 72.4 ওয়াট আওয়ার ব্যাটারি একবার চার্জে 24 ঘন্টা ভিডিও দেখতে দেবে। এটি MacOS Tahoe-তে চলবে, যা ইউজার ইন্টারফেস জুড়ে নতুন লিকুইড গ্লাস ডিজাইন নিয়ে আসবে। এছাড়াও, অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স, লাইভ ট্রান্সলেশন, ও ফাউন্ডেশন মডেল ফ্রেমওয়ার্কের সুবিধা পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  2. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  3. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  4. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  5. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Lava Agni 4-এর সেল শুরু, 2000 টাকা ছাড়ে মিলছে সবথেকে শক্তিশালী স্বদেশি স্মার্টফোন
  7. 2025 সালের শেষে ধামাকা অফার, Google এর ফোল্ডেবল ফোন 53,000 টাকা সস্তা হল
  8. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে,দাম-ফিচার্স কেমন হবে জেনে নিন
  9. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  10. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.