MacBook Pro M5 ল্যাপটপে একটি সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে, যা iPhone 17 লাইনআপের সঙ্গে আত্মপ্রকাশ করেছিল।
Photo Credit: Apple
MacBook Pro M5 এক চার্জে 24 ঘন্টা ব্যাকআপ দেবে
Apple অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল পাওয়ারফুল M5 চিপের সঙ্গে 14 ইঞ্চি MacBook Pro লঞ্চ করেছে। আমেরিকার প্রযুক্তি সংস্থাটির নয়া ল্যাপটপের স্পিডে বিশাল আপগ্রেড এসেছে। প্রসেসরটি 2024 সালের MacBook Pro M4-এর তুলনায় 3.5 গুণ দ্রুত AI প্রসেসিং ও 1.6 গুণ ফাস্ট গ্রাফিক্স পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এতে উন্নত সিপিইউ, নিউরাল ইঞ্জিন, এবং উচ্চ মেমরি ব্যান্ডউইথ রয়েছে। Apple নতুন MacBook Pro M5-এর ব্যাটারির আয়ু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। এটি এক চার্জে 24 ঘন্টা ব্যাকআপ দেবে। এছাড়াও, এই ল্যাপটপে একটি সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে, যা iPhone 17 সিরিজের সঙ্গে আত্মপ্রকাশ করেছিল।
Apple MacBook Pro M5 ভারতে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস 16 জিবি র্যাম + 512 জিবি SSD অপশনের দাম 1,69,900 টাকা। অন্য দিকে, 16 জিবি র্যাম + 1 টিবি SSD ও 24 জিবি র্যাম + 1 টিবি SSD কনফিগারেশনের দাম যথাক্রমে 1,89,900 টাকা এবং 2,09,900 টাকা। আগামী বুধবার, অক্টোবর 22 থেকে Apple স্টোর এবং কোম্পানি অনুমোদিত দোকানে সেল শুরু হবে। এটি সিলভার ও স্পেস ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
নতুন ম্যাকবুক প্রো এম5 3,024 x 1,964 পিক্সেল রেজোলিউশনের 14 ইঞ্চি লিকুইড রেটিনা XDR ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি SDR কন্টেন্টের জন্য 1000 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ল্যাপটপটিতে একটি 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা এবং Dolby Atmos-সহ ছয়টি স্পিকার স্পেশিয়াল অডিও সিস্টেম রয়েছে। ক্রেতারা চাইলে ন্যানো-টেক্সচার ডিসপ্লে অপশনও বেছে নিতে পারবে। ল্যাপটপের ওজন 1.55 কেজি।
হাই-পারফরম্যান্সের জন্য, ম্যাকবুক প্রো নতুন এম5 চিপ দ্বারা চালিত যা একটি 10-কোর GPU, একটি 16-কোর নিউরাল ইঞ্জিন এবং একটি 10-কোর CPU নিয়ে গঠিত। অ্যাপল। অ্যাপল জানিয়েছে, তাদের নতুন নিউরাল ইঞ্জিন লোকাল LLM বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে ক্রিয়েটিভ অ্যাপগুলিতে বড়সড় আপগ্রেড এনেছে। এর অর্থ হল, বিভিন্ন AI-ভিত্তিক টুল ইন্টারনেট সংযোগ ছাড়াই তাদের ডিভাইসে সরাসরি ব্যবহার করতে পারবে। এসএসডি পারফরম্যান্সও দ্বিগুণ হয়েছে বলে দাবি করছে ব্র্যান্ড।
Apple আরও দাবি করছে, নতুন MacBook Pro M5-এর 72.4 ওয়াট আওয়ার ব্যাটারি একবার চার্জে 24 ঘন্টা ভিডিও দেখতে দেবে। এটি MacOS Tahoe-তে চলবে, যা ইউজার ইন্টারফেস জুড়ে নতুন লিকুইড গ্লাস ডিজাইন নিয়ে আসবে। এছাড়াও, অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স, লাইভ ট্রান্সলেশন, ও ফাউন্ডেশন মডেল ফ্রেমওয়ার্কের সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Will Try to Absorb Increased Cost of Components Ahead of Upcoming Product Launches, Executive Says
Motorola Edge 70 Launched With Snapdragon 7 Gen 4 Chipset, Slim 5.99mm Profile: Price, Specifications