Apple অবিশ্বাস্য গতির M5 চিপ-সহ নতুন MacBook Pro আনল, দিনভর চার্জ ছাড়াই চলবে!

MacBook Pro M5 ল্যাপটপে একটি সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে, যা iPhone 17 লাইনআপের সঙ্গে আত্মপ্রকাশ করেছিল।

Apple অবিশ্বাস্য গতির M5 চিপ-সহ নতুন MacBook Pro আনল, দিনভর চার্জ ছাড়াই চলবে!

Photo Credit: Apple

MacBook Pro M5 এক চার্জে 24 ঘন্টা ব্যাকআপ দেবে

হাইলাইট
  • শক্তিশালী M5 চিপের সঙ্গে 14 ইঞ্চি MacBook Pro লঞ্চ হয়েছে
  • MacBook Pro M5 ল্যাপটপে উন্নত CPU ও নিউরাল ইঞ্জিন রয়েছে
  • SSD পারফরম্যান্সও দ্বিগুণ হয়েছে বলে দাবি করছে সংস্থা
বিজ্ঞাপন

Apple অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল পাওয়ারফুল M5 চিপের সঙ্গে 14 ইঞ্চি MacBook Pro লঞ্চ করেছে। আমেরিকার প্রযুক্তি সংস্থাটির নয়া ল্যাপটপের স্পিডে বিশাল আপগ্রেড এসেছে। প্রসেসরটি 2024 সালের MacBook Pro M4-এর তুলনায় 3.5 গুণ দ্রুত AI প্রসেসিং ও 1.6 গুণ ফাস্ট গ্রাফিক্স পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এতে উন্নত সিপিইউ, নিউরাল ইঞ্জিন, এবং উচ্চ মেমরি ব্যান্ডউইথ রয়েছে। Apple নতুন MacBook Pro M5-এর ব্যাটারির আয়ু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। এটি এক চার্জে 24 ঘন্টা ব্যাকআপ দেবে। এছাড়াও, এই ল্যাপটপে একটি সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে, যা iPhone 17 সিরিজের সঙ্গে আত্মপ্রকাশ করেছিল।

MacBook Pro M5 দাম

Apple MacBook Pro M5 ভারতে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস 16 জিবি র‍্যাম + 512 জিবি SSD অপশনের দাম 1,69,900 টাকা। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 1 টিবি SSD ও 24 জিবি র‍্যাম + 1 টিবি SSD কনফিগারেশনের দাম যথাক্রমে 1,89,900 টাকা এবং 2,09,900 টাকা। আগামী বুধবার, অক্টোবর 22 থেকে Apple স্টোর এবং কোম্পানি অনুমোদিত দোকানে সেল শুরু হবে। এটি সিলভার ও স্পেস ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

MacBook Pro M5 স্পেসিফিকেশন ও ফিচার্স

নতুন ম্যাকবুক প্রো এম5 3,024 x 1,964 পিক্সেল রেজোলিউশনের 14 ইঞ্চি লিকুইড রেটিনা XDR ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি SDR কন্টেন্টের জন্য 1000 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ল্যাপটপটিতে একটি 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা এবং Dolby Atmos-সহ ছয়টি স্পিকার স্পেশিয়াল অডিও সিস্টেম রয়েছে। ক্রেতারা চাইলে ন্যানো-টেক্সচার ডিসপ্লে অপশনও বেছে নিতে পারবে। ল্যাপটপের ওজন 1.55 কেজি। 

হাই-পারফরম্যান্সের জন্য, ম্যাকবুক প্রো নতুন এম5 চিপ দ্বারা চালিত যা একটি 10-কোর GPU, একটি 16-কোর নিউরাল ইঞ্জিন এবং একটি 10-কোর CPU নিয়ে গঠিত। অ্যাপল। অ্যাপল জানিয়েছে, তাদের নতুন নিউরাল ইঞ্জিন লোকাল LLM বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে ক্রিয়েটিভ অ্যাপগুলিতে বড়সড় আপগ্রেড এনেছে। এর অর্থ হল, বিভিন্ন AI-ভিত্তিক টুল ইন্টারনেট সংযোগ ছাড়াই তাদের ডিভাইসে সরাসরি ব্যবহার করতে পারবে। এসএসডি পারফরম্যান্সও দ্বিগুণ হয়েছে বলে দাবি করছে ব্র্যান্ড।

Apple আরও দাবি করছে, নতুন MacBook Pro M5-এর 72.4 ওয়াট আওয়ার ব্যাটারি একবার চার্জে 24 ঘন্টা ভিডিও দেখতে দেবে। এটি MacOS Tahoe-তে চলবে, যা ইউজার ইন্টারফেস জুড়ে নতুন লিকুইড গ্লাস ডিজাইন নিয়ে আসবে। এছাড়াও, অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স, লাইভ ট্রান্সলেশন, ও ফাউন্ডেশন মডেল ফ্রেমওয়ার্কের সুবিধা পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পুজোর ছবি-ভিডিওতে ফোনে জায়গা শেষ? 2TB স্টোরেজ মাত্র 11 টাকায় দিচ্ছে Google
  2. Apple অবিশ্বাস্য গতির M5 চিপ-সহ নতুন MacBook Pro আনল, দিনভর চার্জ ছাড়াই চলবে!
  3. Motorola Razr 60-এর দাম 10,000 টাকা কমল, সবচেয়ে সস্তায় স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন
  4. iPad Pro M5: অতুলনীয় স্পিড ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে সর্বাধুনিক আইপ্যাড লঞ্চ করল Apple
  5. Oppo-র প্রথম 200MP ক্যামেরার ফোন শীঘ্রই ভারতে আসছে, লঞ্চ ডেট ও দাম ফাঁস হল
  6. দিওয়ালি সেলে 80,000 টাকার অবিশ্বাস্য ছাড়ে বিক্রি হচ্ছে Google-এর স্মার্টফোন!
  7. Realme GT 8 সিরিজ লঞ্চ হচ্ছে 21 অক্টোবর, থাকবে 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. Moto X70 Air: অ্যাপলের স্টাইলে আলট্রা স্লিম ফোন এনে চমকে দিল মোটোরোলা, রয়েছে 50MP সেলফি ক্যামেরা
  9. দিওয়ালি সেলে পাগল করা অফার! 31,000 টাকা সস্তা হল Samsung Galaxy S24 FE
  10. 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত Sony ক্যামেরা নিয়ে লঞ্চ হল নতুন Moto G100 স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »