ছাত্র-ছাত্রীদের জন্য নতুন ল্যাপটপ নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 সেপ্টেম্বর 2018 13:13 IST
হাইলাইট
  • Mi Notebook Youth Editionতে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে
  • ল্যাপটপের ভিতরে থাকবে অষ্টম জেনারেশান i5 প্রসেসার
  • এই ল্যাপটপের দাম 4,599 ইউয়ান (প্রায় 48,500 টাকা)

Mi Notebook Youth Editionতে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে।

Photo Credit: GizChina

একটি নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এল Xiaomi। কোম্পানির নতুন এই ল্যাপটপের নাম Mi Notebook Youth Edition। Mi Notebook এর থেকে একটি কম স্পেসিফিকেশানে এই ল্যাপটপ লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। প্রধানত ছাত্রদের কথা মাথায় রেখে কম দামে লঞ্চ হয়েছে এই ল্যাপটপ। গত মাসে লঞ্চ হওয়া Mi Notebook এ ছিল অষ্টম জেনারেশানের i7 প্রসেসার আর 8GB RAM। Mi Notebook Youth Edition এ রয়েছে একটি 15.6 ইঞ্চি ডিসপ্লে, তবে এই ল্যাপটপের ভিতরে থাকবে একটি i5 প্রসেসার। এর সাথেই থাকবে 128GB SSD আর 1TB পর্যন্ত হার্ড ড্রাইভ। একই ইভেন্টে একটি স্মার্ট অ্যালার্ম ঘড়ি লঞ্চ করেছে Xiaomi। এই অ্যালার্ম ঘড়িতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস অ্যাসিস্টেন্ট কাজ করবে। কন্ঠস্বরের মাধ্যমে এই ঘড়িতে 30 টি আলাদা অ্যালার্ম সেট করা সম্ভব। এছাড়াও এই ঘড়িও থেকেই আবহাওয়া খর ও শেয়ার বাজারের আপডেট পাওয়া যাবে।

Mi Notebook Youth Editionতে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকবে অষ্টম জেনারেশান i5 প্রসেসার, 2GB Nvidia GeForce MX110 গ্রাফিক্স কার্ড আর 8GB  পর্যন্ত RAM। এর সাথেই থাকবে 128GB SSD আর 1TB পর্যন্ত হার্ড ড্রাইভ।

Mi Notebook Youth Edition ল্যাপটপে ডুয়াল কুলিং সিস্টেম ব্যবহার করেছে Xiaomi। এই টেকনোলজিতে দুটি আলাদা পাইপের মাধ্যমে প্রসেসার ঠান্ডা রাখার কাজ করা হবে।  Mi Notebook Youth Edition তে থাকবে USB 2.0, Gigabit ইথারনেট পোর্ট, HDMI ইন্টারফেস, 3.5 মিমি হেডফোন জ্যাক আর USB 3.0 পোর্ট। এছাড়াও রয়েছে একটি থ্রি  ইন ওয়ান কার্ড রিডার।

Xiaomi Mi Smart অয়ালার্ম ঘড়ি। 

 

Mi Notebook Youth Edition ল্যাপটপে ডুয়াল 3W স্পিকার ব্যবহার করেছে Xiaomi। এর সাথেই একটি সম্পূর্ণ আলাদা কি-বোর্ড থাকবে। 19.9 মিমি চওড়া এই ল্যাপটপের দাম 4,599 ইউয়ান (প্রায় 48,500 টাকা)। তবে কবে থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে তা জানায়নি Xiaomi।

অন্যদিকে স্মার্ট অ্যালার্ম ঘড়িটির দাম 149 ইউয়ান (প্রায় 1,6000 টাকা)। এই দুটি প্রোডাক্ট কবে ভারতে আসবে  তা জানানো হয়নি Xiaomi –র তরফ থেকে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL eSIM: 4G চালুর পর নতুন পরিষেবা নিয়ে হাজির BSNL, এবার সিম ছাড়াই কলিং এবং ইন্টারনেট
  2. ক্যামেরায় দুর্দান্ত, পারফরম্যান্স অদ্বিতীয়, OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  3. Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
  4. 6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07
  5. Upcoming Smartphones in October 2025: অক্টোবরে ধামাকা, বাজার কাঁপাতে আসছে ভিভো, ওয়ানপ্লাসরা
  6. Lava Agni 4: চাইনিজ ব্র্যান্ডদের ঘোল খাইয়ে ছাড়বে স্বদেশি স্মার্টফোন, আসছে লাভা অগ্নি 4
  7. iQOO 15 তুখোড় ফিচার্সের সঙ্গে নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে, দাম নিয়ে বড় খবর
  8. 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
  9. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  10. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.