কর্পোরেট গ্রাহকদের জন্য স্যামসং নিয়ে এলো দুটি আকর্ষণীয় হ্যান্ডসেটের নতুন সংস্করণ

কর্পোরেট গ্রাহকদের জন্য স্যামসং নিয়ে এলো দুটি আকর্ষণীয় হ্যান্ডসেটের নতুন সংস্করণ

Photo Credit: Samsung

Samsung Galaxy S24 Ultra Galaxy-এর জন্য Snapdragon 8 Gen 3 মোবাইল প্ল্যাটফর্মে চলে

হাইলাইট
  • এন্টারপ্রাইজ এডিশনের Galaxy S24-ফোনটির দাম শুরু হচ্ছে 78,999টাকা থেকে
  • স্যামসাং তার নতুন ফোনগুলিতে সাত বছরের OS আপডেটের দেবে বলে নিশ্চিত করেছে
  • হ্যান্ডসেটগুলি কোম্পানির জনপ্রিয় Galaxy AI ফিচারগুলির দ্বারা সজ্জিত হয
বিজ্ঞাপন

স্যামসাং ভারতে দুটি এন্টারপ্রাইজ এডিশন Galaxy S24 Ultra এবং Galaxy S24 লঞ্চ করেছে। নতুন ফ্লাগশিপ স্মার্টফোনগুলি আসল,Galaxy S24 Ultra এবং Galaxy S24-এর মত একইধরনের। তবে এন্টারপ্রাইজ এডিশন মডেলগুলি এন্টারপ্রাইজ-ভিত্তিক টুল নিয়ে এসেছে। ডিভাইসগুলিতে তিন বছরের ওয়ারেন্টি এবং সাতবছরের ফার্মওয়ার আপডেটগুলি দেবে বলে নিশ্চিত করা হয়েছে। Galaxy S24 Ultra এবং Galaxy S24-এন্টারপ্রাইজ এডিশন সংস্করণগুলির সাথে Galaxy AI-ফিচারগুলির সংযুক্তিকরণ এবং একবছরের Knox স্যুট সাবস্ক্রিপশনের সুবিধা প্রদান করা হচ্ছে।

ভারতে Samsung Galaxy S24 Ultra এবং Galaxy S24 এন্টারপ্রাইজ এডিশনগুলির দাম:

Galaxy S24 এন্টারপ্রাইজ এডিশনের 8জিবি RAM এবং 256জিবি স্টোরেজ বিকল্পের দাম 78,999টাকা। এটি অনিক্স ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে। অন্যদিকে Galaxy S24 Ultra-র এন্টারপ্রাইজ এডিশনের 12জিবি RAM+256জিবি স্টোরেজ বিকল্পটির দাম 96,749টাকা এবং এটি টাইটেনিয়াম রঙের বিকল্পে উপলব্ধ আছে। বর্তমানে এগুলি স্যামসাংয়ের Corporate+ Portal-এর মাধ্যমে কিনতে পাওয়া যাবে।

এন্টারপ্রাইজ এডিশনের Samsung Galaxy S24 Ultra এবং Galaxy S24-এর বৈশিষ্ট্য:

কর্পোরেট কাস্টমারদের আকর্ষণ করার জন্য এবং বিশেষ সুবিধা প্রদানের জন্য কোম্পানি Samsung Galaxy S24 Ultra এবং Samsung Galaxy S24 ফোনগুলিতে তিনবছরের ওয়ারেন্টি প্রদান করছে। নিরাপত্তা এবং এন্টারপ্রাইজ মোবিলিটি ম্যানেজমেন্ট(EMM)-গুলিকে চালনা করার জন্য হ্যান্ডসেটগুলিতে এক বছরের জন্য কোম্পানির Knox স্যুট সাবক্রিপশন দেওয়া হবে।এর পাশাপাশি এন্টারপ্রাইজ গ্রাহকরা দ্বিতীয় বছর থেকে 50%ছাড়ের মাধ্যমে Knox স্যুট সাবক্রিপশনের সুবিধা লাভ করবে।

এছাড়াও কোম্পানি নিশ্চিত করেছে যে,ক্ষতিকারক থ্রেট থেকে রক্ষা করতে নতুন স্মার্টফোনগুলিতে সাত বছরের OS আপডেট এবং সিকিউরিটি মেইনটেনেন্স রিলিজ করবে। এন্টারপ্রাইজ এডিশনের হ্যান্ডসেটগুলি জনপ্রিয় Galaxy AI-ফিচারগুলির দ্বারা সজ্জিত আছে,যেমন- লাইভ অনুবাদ, ইন্টারপ্রেটার, চ্যাট অ্যাসিস্ট,নোট অ্যাসিস্ট, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট এবং গুগুলের সার্কেল-টু-সার্চ।

এই সমস্ত ব্যবসা-ভিত্তিক বৈশিষ্ট্য ছাড়াও,এন্টারপ্রাইজ এডিশনের,এই হ্যান্ডসেটগুলিতেও আসল হ্যান্ডসেটগুলির মতোই একই অভ্যন্তরীণ বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত হয়ে আছে। Samsumg Galaxy S24 Ultra-টিতে একটি 6.8ইঞ্চির Edge QHD+ডাইনামিক AMOLED 2X-ডিসপ্লে আছে,যেটির অ্যাডাপটিভ রিফ্রেশরেট 1Hz-120Hz এবং Galaxy S24-টিতে 6.2ইঞ্চির full-HD+ডিসপ্লে আছে। ভারতে আলট্রা মডেলটি Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত,যেখানে ভ্যানিলা মডেলটি Exynos 2400 SoC-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে,আলট্রা মডেলটিতে,একটি প্রধান 200 মেগাপিক্সেলের ওয়াইড রিয়ার ক্যামেরা সাথে কোয়াড ক্যামেরা ইউনিট আছে।অন্যদিকে Galaxy S24-টিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে যার প্রধান ক্যামেরাটি 50মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। উভয় মডেলেই একটি 12মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এগুলিতে IP68-রেটিং যুক্ত করা হয়েছে। স্যামসাংয়ের-Galaxy S24 Ultra-টিতে একটি 5000mAh ব্যাটারী এবং Galaxy S24-টিতে একটি 4000mAh-ব্যাটারী আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. টিজ করা হলো MediaTek Dimensity 8400 SoC-এর সাথে Realme Neo 7 SE
  2. ভারতী এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য দিচ্ছে বিনামূল্যে Zee5-এর সাবস্ক্রিপশন
  3. চীনের বাজারে লঞ্চ হয়েছে Honor এর নতুন একটি স্মার্টফোন
  4. চীনের বাজারের পর এবার ভারতের বাজারেও আসতে চলেছে-Oppo Reno 13 5G Series
  5. আজ সোমবার, চীনের বাজারে লঞ্চ হতে চলেছে-Honor Magic 7 RSR Porsche Design
  6. OnePlus Open-এর উত্তরসূরী হিসেবে উন্মোচিত হতে পারে-OnePlus Open 2
  7. অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গেলো HMD Orka হ্যান্ডসেটটির রঙের বিকল্প সহ মূল বৈশিষ্ট্য
  8. উৎসবের মরসুমকে আরো সাজিয়ে তুলতে Whatsapp-নিতে এলো নতুন নিউ ইয়ার থিমের স্টিকার
  9. ফিনল্যান্ডের কোম্পানি HMD নিয়ে সাশ্রয়ী মূল্যের একটি নতুন স্মার্টফোন - HMD Arc
  10. গ্রাহকদের সুবিধার্তে জিও কোম্পানি আবার নিয়ে এলো একটি উল্লেখযোগ্য প্রোডাক্ট- Jio Tag Go
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »