Photo Credit: Samsung
স্যামসাং ভারতে দুটি এন্টারপ্রাইজ এডিশন Galaxy S24 Ultra এবং Galaxy S24 লঞ্চ করেছে। নতুন ফ্লাগশিপ স্মার্টফোনগুলি আসল,Galaxy S24 Ultra এবং Galaxy S24-এর মত একইধরনের। তবে এন্টারপ্রাইজ এডিশন মডেলগুলি এন্টারপ্রাইজ-ভিত্তিক টুল নিয়ে এসেছে। ডিভাইসগুলিতে তিন বছরের ওয়ারেন্টি এবং সাতবছরের ফার্মওয়ার আপডেটগুলি দেবে বলে নিশ্চিত করা হয়েছে। Galaxy S24 Ultra এবং Galaxy S24-এন্টারপ্রাইজ এডিশন সংস্করণগুলির সাথে Galaxy AI-ফিচারগুলির সংযুক্তিকরণ এবং একবছরের Knox স্যুট সাবস্ক্রিপশনের সুবিধা প্রদান করা হচ্ছে।
Galaxy S24 এন্টারপ্রাইজ এডিশনের 8জিবি RAM এবং 256জিবি স্টোরেজ বিকল্পের দাম 78,999টাকা। এটি অনিক্স ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে। অন্যদিকে Galaxy S24 Ultra-র এন্টারপ্রাইজ এডিশনের 12জিবি RAM+256জিবি স্টোরেজ বিকল্পটির দাম 96,749টাকা এবং এটি টাইটেনিয়াম রঙের বিকল্পে উপলব্ধ আছে। বর্তমানে এগুলি স্যামসাংয়ের Corporate+ Portal-এর মাধ্যমে কিনতে পাওয়া যাবে।
কর্পোরেট কাস্টমারদের আকর্ষণ করার জন্য এবং বিশেষ সুবিধা প্রদানের জন্য কোম্পানি Samsung Galaxy S24 Ultra এবং Samsung Galaxy S24 ফোনগুলিতে তিনবছরের ওয়ারেন্টি প্রদান করছে। নিরাপত্তা এবং এন্টারপ্রাইজ মোবিলিটি ম্যানেজমেন্ট(EMM)-গুলিকে চালনা করার জন্য হ্যান্ডসেটগুলিতে এক বছরের জন্য কোম্পানির Knox স্যুট সাবক্রিপশন দেওয়া হবে।এর পাশাপাশি এন্টারপ্রাইজ গ্রাহকরা দ্বিতীয় বছর থেকে 50%ছাড়ের মাধ্যমে Knox স্যুট সাবক্রিপশনের সুবিধা লাভ করবে।
এছাড়াও কোম্পানি নিশ্চিত করেছে যে,ক্ষতিকারক থ্রেট থেকে রক্ষা করতে নতুন স্মার্টফোনগুলিতে সাত বছরের OS আপডেট এবং সিকিউরিটি মেইনটেনেন্স রিলিজ করবে। এন্টারপ্রাইজ এডিশনের হ্যান্ডসেটগুলি জনপ্রিয় Galaxy AI-ফিচারগুলির দ্বারা সজ্জিত আছে,যেমন- লাইভ অনুবাদ, ইন্টারপ্রেটার, চ্যাট অ্যাসিস্ট,নোট অ্যাসিস্ট, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট এবং গুগুলের সার্কেল-টু-সার্চ।
এই সমস্ত ব্যবসা-ভিত্তিক বৈশিষ্ট্য ছাড়াও,এন্টারপ্রাইজ এডিশনের,এই হ্যান্ডসেটগুলিতেও আসল হ্যান্ডসেটগুলির মতোই একই অভ্যন্তরীণ বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত হয়ে আছে। Samsumg Galaxy S24 Ultra-টিতে একটি 6.8ইঞ্চির Edge QHD+ডাইনামিক AMOLED 2X-ডিসপ্লে আছে,যেটির অ্যাডাপটিভ রিফ্রেশরেট 1Hz-120Hz এবং Galaxy S24-টিতে 6.2ইঞ্চির full-HD+ডিসপ্লে আছে। ভারতে আলট্রা মডেলটি Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত,যেখানে ভ্যানিলা মডেলটি Exynos 2400 SoC-দ্বারা চালিত।
ক্যামেরার ক্ষেত্রে,আলট্রা মডেলটিতে,একটি প্রধান 200 মেগাপিক্সেলের ওয়াইড রিয়ার ক্যামেরা সাথে কোয়াড ক্যামেরা ইউনিট আছে।অন্যদিকে Galaxy S24-টিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে যার প্রধান ক্যামেরাটি 50মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। উভয় মডেলেই একটি 12মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এগুলিতে IP68-রেটিং যুক্ত করা হয়েছে। স্যামসাংয়ের-Galaxy S24 Ultra-টিতে একটি 5000mAh ব্যাটারী এবং Galaxy S24-টিতে একটি 4000mAh-ব্যাটারী আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন