অপেক্ষার অবসান এসে গেলো স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর যুক্ত iQoo কোম্পানীর নতুন ফোন।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 11:47 IST
হাইলাইট
  • iQoo Z9s সিরিজের ফোনগুলি Vivo-এর গ্রেটার নয়ডা ফ্যাসিলিটি দ্বারা তৈরি ক
  • হ্যান্ডসেটগুলো ফ্ল্যাম্বয়েন্ট অরেঞ্জ এবং লাক্স মার্বেল এই দুই বৈশিষ্ট্
  • এগুলি অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে।

Photo Credit: iQoo

আগামী 21 শে আগস্ট আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হতে চলেছে iQoo কোম্পানীর দুটি নতুন স্মার্ট ফোন। iQoo Z9s 5g এবং iQoo Z9s Pro 5g। রিপোর্ট অনুযায়ী বাজারে লঞ্চিং করার আগে iQoo কোম্পানীর নতুন iQoo Z9s সিরিজের ফোনগুলির দামের বিবরন এবং স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটি ভ্যানিলা iQoo Z9s 5G স্ন্যাপড্রাগন 7 Gen 3 SoC- প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটিতে iQoo Z9s 5G-তে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপ সংযুক্ত থাকবে। Vivo কোম্পানীর গ্রেটার নয়ডা ফ্যাসিলিটিতে তৈরি করা হবে এই নতুন স্মার্ট ফোনটি। iQoo Z9 সিরিজের ফোনগুলি অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে।

দেখে নেওয়া যাক এটির দাম এবং উপলব্ধতা: 

বিগত 5 আগস্ট সোমবার, Vivo সাব ব্র্যান্ড একটি প্রেস মিটিংয়ে মাধ্যমে জানান যে, ভারতে 5g সমৃদ্ধ iQoo Z9s এবং iQoo Z9s pro ফোন দুটি পাওয়া যাবে 25,000 টাকায়। এটি অ্যামাজন এর মাধ্যমে গ্রাহকরা পেয়ে যাবেন।

iQoo Z9s 5G এবং iQoo Z9s Pro 5G এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য: 

iQoo Z9s সিরিজের  ফোন গুলিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 3D কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এটির বডির পরিমাপ 7.49mm।এটিতে ভ্যানিলা মডেলের স্ক্রীন আছে। এটির সর্বাধিক উজ্জ্বলতা 4,500 nit। iQoo Z9s সিরিজের ফোনগুলি MediaTek Dimensity 7300 SoC বৈশিষ্ট্যযুক্ত হবে বলে নিশ্চিত করা হয়েছে।হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 8,00,000 এর মধ্যে এটি 7,00,000 এর বেশী স্স্কোর অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে।এটিতে হ্যান্ডসেটির বিশ্বাসতা বৃদ্ধি পাবে।

ফোনটিগুলিতে সুপার নাইট মোড সহ Sony IMX882 সেন্সর যুক্ত 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা আছে এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা আছে।এটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) পদ্ধতি নিযুক্ত আছে। এটি এই পদ্ধতির দ্বারা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ফোনগুলোর ক্যামেরা AI ইরেজ এবং AI ফটো এনহান্স ফিচার দ্বারা সজ্জিত।
এই স্মার্ট ফোনগুলি ফ্ল্যাম্বয়েন্ট অরেঞ্জ এবং লাক্স মার্বেল এই দুই বৈশিষ্ট্যে পাওয়া যাবে।

এই নতুন স্মার্ট ফোনটি 5,500mAh ব্যাটারি দ্বারা সজ্জিত বলে কোম্পানী দ্বারা নিশ্চিত করা হয়েছে।
iQoo কোম্পানী দ্বারা বলা হয়েছে যে, iQoo Z9 সিরিজের ফোনগুলি Vivo কোম্পানীর-র গ্রেটার নয়ডা ফেসিলিটির মাধ্যমে তৈরি করা হবে । এই নতুন স্মার্ট ফোনটি আগামী 21শে আগস্ট ভারতে উন্মোচন করা হবে। অ্যামাজন তার একটি ডেডিকেটেড ওয়েবপেজের মাধ্যমে এটির লঞ্চিং অনুষ্ঠান টিজ করেছেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ফাঁস, আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে
  2. WhatsApp Romance Scam: হোয়াটঅ্যাপে প্রেম করতে গিয়ে 32 লক্ষ টাকা খোয়ালেন 63 বছরের বৃদ্ধ
  3. Oppo Find X9 Ultra লঞ্চ হওয়ার পথে, 200MP রিয়ার ক্যামেরা ও 50MP ফ্রন্ট ক্যামেরায় ঝড় তুলবে
  4. Motorola Edge 70: মোটোরোলা 50MP সেলফি ক্যামেরার সবচেয়ে স্লিম ফোন লঞ্চ করে চমকে দিল
  5. 79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!
  6. Apple এবার সস্তায় MacBook আনছে, ধস নামতে পারে উইন্ডোজ ল্যাপটপের বিক্রিতে
  7. Redmi Turbo 5: রেডমির 9,000mAh ব্যাটারির ফোন নিয়ে বড় আপডেট, বাজার কাঁপাতে লঞ্চ শীঘ্রই
  8. Moto G67 Power 5G সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  9. Google Pixel 9a স্মার্টফোন 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে, অফার মিস করবেন না
  10. Vivo X300 Ultra টেক্কা দেবে DSLR-কেও? ডুয়াল 200MP ক্যামেরা ভাঙতে পারে রেকর্ড!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.