Photo Credit: iQoo
আগামী 21 শে আগস্ট আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হতে চলেছে iQoo কোম্পানীর দুটি নতুন স্মার্ট ফোন। iQoo Z9s 5g এবং iQoo Z9s Pro 5g। রিপোর্ট অনুযায়ী বাজারে লঞ্চিং করার আগে iQoo কোম্পানীর নতুন iQoo Z9s সিরিজের ফোনগুলির দামের বিবরন এবং স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটি ভ্যানিলা iQoo Z9s 5G স্ন্যাপড্রাগন 7 Gen 3 SoC- প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটিতে iQoo Z9s 5G-তে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপ সংযুক্ত থাকবে। Vivo কোম্পানীর গ্রেটার নয়ডা ফ্যাসিলিটিতে তৈরি করা হবে এই নতুন স্মার্ট ফোনটি। iQoo Z9 সিরিজের ফোনগুলি অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে।
বিগত 5 আগস্ট সোমবার, Vivo সাব ব্র্যান্ড একটি প্রেস মিটিংয়ে মাধ্যমে জানান যে, ভারতে 5g সমৃদ্ধ iQoo Z9s এবং iQoo Z9s pro ফোন দুটি পাওয়া যাবে 25,000 টাকায়। এটি অ্যামাজন এর মাধ্যমে গ্রাহকরা পেয়ে যাবেন।
iQoo Z9s সিরিজের ফোন গুলিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 3D কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এটির বডির পরিমাপ 7.49mm।এটিতে ভ্যানিলা মডেলের স্ক্রীন আছে। এটির সর্বাধিক উজ্জ্বলতা 4,500 nit। iQoo Z9s সিরিজের ফোনগুলি MediaTek Dimensity 7300 SoC বৈশিষ্ট্যযুক্ত হবে বলে নিশ্চিত করা হয়েছে।হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 8,00,000 এর মধ্যে এটি 7,00,000 এর বেশী স্স্কোর অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে।এটিতে হ্যান্ডসেটির বিশ্বাসতা বৃদ্ধি পাবে।
ফোনটিগুলিতে সুপার নাইট মোড সহ Sony IMX882 সেন্সর যুক্ত 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা আছে এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা আছে।এটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) পদ্ধতি নিযুক্ত আছে। এটি এই পদ্ধতির দ্বারা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ফোনগুলোর ক্যামেরা AI ইরেজ এবং AI ফটো এনহান্স ফিচার দ্বারা সজ্জিত।
এই স্মার্ট ফোনগুলি ফ্ল্যাম্বয়েন্ট অরেঞ্জ এবং লাক্স মার্বেল এই দুই বৈশিষ্ট্যে পাওয়া যাবে।
এই নতুন স্মার্ট ফোনটি 5,500mAh ব্যাটারি দ্বারা সজ্জিত বলে কোম্পানী দ্বারা নিশ্চিত করা হয়েছে।
iQoo কোম্পানী দ্বারা বলা হয়েছে যে, iQoo Z9 সিরিজের ফোনগুলি Vivo কোম্পানীর-র গ্রেটার নয়ডা ফেসিলিটির মাধ্যমে তৈরি করা হবে । এই নতুন স্মার্ট ফোনটি আগামী 21শে আগস্ট ভারতে উন্মোচন করা হবে। অ্যামাজন তার একটি ডেডিকেটেড ওয়েবপেজের মাধ্যমে এটির লঞ্চিং অনুষ্ঠান টিজ করেছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন