iQOO কোম্পানী নিয়ে এলো দূর্দান্ত সুযোগ, অ্যামাজন সেলে দিচ্ছে তাদের হ্যান্ডসেটে অসাধারণ ছাড়

iQOO Z9x 5g এবং Z9s pro 5g হ্যান্ডসেটগুলি 6 মাস পর্যন্ত No Cost EMI এর সুবিধা সহ দেওয়া হবে

iQOO কোম্পানী নিয়ে এলো দূর্দান্ত সুযোগ, অ্যামাজন সেলে দিচ্ছে তাদের হ্যান্ডসেটে অসাধারণ ছাড়

Photo Credit: iQOO

iQOO Neo 9 Pro was launched in India in February

হাইলাইট
  • সেলচলাকালীন iQOO স্মার্টফোনগুলি বিক্রির সময় কম হারে অফার করা হবে
  • এই কম দামের মধ্যে ব্যাঙ্ক অফারও অন্তর্ভুক্ত করা হয়েছে
  • গ্রাহকরা পেইমেন্ট বিকল্পগুলিতে No Cost EMI-ও পেতে পারেন
বিজ্ঞাপন

2024 সালের আসন্ন অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iQOO-এর স্মার্টফোনগুলি অসাধারণ ছাড়ের মাধ্যমে উপলব্ধ হতে চলেছে। ভারতে আগামী 27-সে সেপ্টেম্বর থেকে সমস্ত গ্রাহকদের জন্য সেলটি শুরু হতে চলেছে। অ্যামাজন প্রাইম ব্যাবহারকারীরা আগামী 26-সে সেপ্টেম্বর থেকে এই সেলটিতে প্রবেশের অগ্রাধিকার পাবে।
iQOO হ্যান্ডসেটগুলির বিস্তৃত পরিসর, যেমন iQOO Z9x 5g ,Z9 Lite 5G, Z9s Pro 5G, Neo 9 Pro, and iQOO 12 5G, একই সাথে iQOO TWS 1e ইয়ারবাডগুলি এই সেলে বিক্রির সময়কালে অসাধারণ কম দামের মধ্যে উপলব্ধ হতে চলেছে।

এই কম দামের সুবিধাতে বিভিন্ন ব্যাংক অফার যুক্ত করা হয়েছে। যেমন- SBI-এর ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যাবহারকারীরা তৎক্ষণাৎ 10 শতাংশ ছাড়ের জন্য যোগ্য। এছাড়াও কিছু ফোন এক্সচেঞ্জ অফারের সাথে কম দামে ক্রয় করা যাবে। বর্তমানে iQOO Z9 Lite,iQOO Z9 5g এবং iQOO Z7 pro ফোনগুলির জন্য কিকস্টার্টার ডিলগুলি অ্যামাজনে লাইভ রয়েছে।

2024 সালের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলাকালীন iQOO এর ছাড়সমূহ:

4 জিবি +128 জিবি বিকল্পের iQOO Z9 Lite ফোনটির লঞ্চিং মূল্য ছিল 10,499 টাকা, বর্তমানে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের মাধ্যমে এটি অসাধারণ কম দাম 9,499 টাকার বিনিময়ে উপলব্ধ হবে।
একটি অফিসিয়াল সাংবাদিক বৈঠকের জানানো হয়েছে যে,4জিবি+128 জিবি বিকল্পের iQOO Z9X ফোনটি কার্যকরী কম দাম 10,749 টাকার বিনিময়ে ক্রয় করা যাবে, যেটির আসল লঞ্চিং মূল্য ছিল 12,999 টাকা।

কোম্পানী ঘোষণা করেছে যে, আসন্ন অ্যামাজন সেলের সময় iQOO Z9x 5g এবং Z9s pro 5g হ্যান্ডসেটগুলি 6 মাস পর্যন্ত No Cost EMI এর সুবিধা সহ দেওয়া হবে। iQOO Z9s এর 8জিবি+128 জিবি বিকল্পের দাম 19,999 থেকে কমে 17,499 টাকা হয়েছে। অন্যদিকে iQOO Z9s pro ফোনটির 8জিবি+128 জিবি বিকল্পটি লঞ্চির মূল্য থেকে 3000 টাকা কমে বর্তমানে 21,999 টাকায় ক্রয় করার জন্য উপলব্ধ থাকবে। গ্রাহকরা higher-end pro বিকল্পগুলি কেনার সময় অতিরিক্ত 1,500 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন।

এছাড়াও 2024 সালের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iQOO Neo 9 pro ফোনটি 6 মাসের No Cost EMI অফারে উপলব্ধ আছে।
সাধারণত 8জিবি+128 জিবি বিকল্পের হ্যান্ডসেটগুলি
35,999 টাকায় তালিকাভুক্ত করা থাকে, কিন্তু সেল চলাকালীন এই একই বিকল্পের ফোনগুলি অসাধারণ ছাড়ের মাধ্যমে মাত্র 31,999 টাকায় পাওয়া যাবে। গ্রাহকরা ডিসকাউন্ট মূল্যের উপর অতিরিক্ত 2000 টাকার এক্সচেঞ্জ অফার পেতে পারেন।

ভারতে 2023 সালের ডিসেম্বর মাসে iQOO 12 5g ফোনটি লঞ্চ করা হয়েছিল, আসন্ন অ্যামাজনের সেলে 12জিবি+256 জিবির বিকল্পটি 47,999 টাকার অসাধারণ কম দামের বিনিময়ে পাওয়া যাবে। ফ্লাগশিপ মডেলের এই কনফিগারেশনটি 52,999 টাকায় লঞ্চ করা হয়েছে। ক্রেতারা বিশেষ ছাড়ের উপরে 9 মাসের জন্য No Cost EMI এবং 2000 টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন।

এছাড়াও, ভারতে চলতি আগস্ট মাসে iQOO TWS 1e ইয়ারবাডগুলি 1899 টাকায় লঞ্চ হয়েছিল, যেগুলো এই সেলের মাধ্যমে 1,599 টাকায় পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরেই Samsung-এর বড় আপডেট, একঝাঁক স্মার্টফোনে আসছে Android 16
  2. iPhone 17 Air: বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন আসছে আগামীকাল, দাম কত হবে
  3. iPhone 17 সিরিজের সঙ্গেই আসতে পারে AirPods Pro 3, ধরবে হার্ট ও কানের রোগ!
  4. Oppo F31 5G সিরিজ 15 সেপ্টেম্বর দেশে আসছে, দাম, ফিচার্স কেমন হবে দেখে নিন
  5. ক্যামেরা এবং AI ফিচার্সে ধামাকা, লঞ্চ হল Motorola Edge 60 Neo, দাম জেনে নিন
  6. Motorola একজোড়া দুর্দান্ত বাজেট ফোন আনল, 7,000mAh ব্যাটারি ও 4K ক্যামেরা রয়েছে
  7. দাম বাড়লেও বিক্রি কমবে না, উন্নত ফিচার্সে বাজিমাত করতে চলেছে iPhone 17 সিরিজ
  8. 6,000mAh ব্যাটারি, চারটি ক্যামেরার সঙ্গে আত্মপ্রকাশ করল Oppo Reno 14 FS 5G
  9. Lava Bold N1 5G: দেশের সবচেয়ে সস্তা 5G ফোন লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  10. 7,000mAh ব্যাটারি সহ Oppo F31 সিরিজ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, দাম ফাঁস হল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »