iQOO Z9x 5g এবং Z9s pro 5g হ্যান্ডসেটগুলি 6 মাস পর্যন্ত No Cost EMI এর সুবিধা সহ দেওয়া হবে
Photo Credit: iQOO
iQOO Neo 9 Pro was launched in India in February
2024 সালের আসন্ন অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iQOO-এর স্মার্টফোনগুলি অসাধারণ ছাড়ের মাধ্যমে উপলব্ধ হতে চলেছে। ভারতে আগামী 27-সে সেপ্টেম্বর থেকে সমস্ত গ্রাহকদের জন্য সেলটি শুরু হতে চলেছে। অ্যামাজন প্রাইম ব্যাবহারকারীরা আগামী 26-সে সেপ্টেম্বর থেকে এই সেলটিতে প্রবেশের অগ্রাধিকার পাবে।
iQOO হ্যান্ডসেটগুলির বিস্তৃত পরিসর, যেমন iQOO Z9x 5g ,Z9 Lite 5G, Z9s Pro 5G, Neo 9 Pro, and iQOO 12 5G, একই সাথে iQOO TWS 1e ইয়ারবাডগুলি এই সেলে বিক্রির সময়কালে অসাধারণ কম দামের মধ্যে উপলব্ধ হতে চলেছে।
এই কম দামের সুবিধাতে বিভিন্ন ব্যাংক অফার যুক্ত করা হয়েছে। যেমন- SBI-এর ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যাবহারকারীরা তৎক্ষণাৎ 10 শতাংশ ছাড়ের জন্য যোগ্য। এছাড়াও কিছু ফোন এক্সচেঞ্জ অফারের সাথে কম দামে ক্রয় করা যাবে। বর্তমানে iQOO Z9 Lite,iQOO Z9 5g এবং iQOO Z7 pro ফোনগুলির জন্য কিকস্টার্টার ডিলগুলি অ্যামাজনে লাইভ রয়েছে।
4 জিবি +128 জিবি বিকল্পের iQOO Z9 Lite ফোনটির লঞ্চিং মূল্য ছিল 10,499 টাকা, বর্তমানে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের মাধ্যমে এটি অসাধারণ কম দাম 9,499 টাকার বিনিময়ে উপলব্ধ হবে।
একটি অফিসিয়াল সাংবাদিক বৈঠকের জানানো হয়েছে যে,4জিবি+128 জিবি বিকল্পের iQOO Z9X ফোনটি কার্যকরী কম দাম 10,749 টাকার বিনিময়ে ক্রয় করা যাবে, যেটির আসল লঞ্চিং মূল্য ছিল 12,999 টাকা।
কোম্পানী ঘোষণা করেছে যে, আসন্ন অ্যামাজন সেলের সময় iQOO Z9x 5g এবং Z9s pro 5g হ্যান্ডসেটগুলি 6 মাস পর্যন্ত No Cost EMI এর সুবিধা সহ দেওয়া হবে। iQOO Z9s এর 8জিবি+128 জিবি বিকল্পের দাম 19,999 থেকে কমে 17,499 টাকা হয়েছে। অন্যদিকে iQOO Z9s pro ফোনটির 8জিবি+128 জিবি বিকল্পটি লঞ্চির মূল্য থেকে 3000 টাকা কমে বর্তমানে 21,999 টাকায় ক্রয় করার জন্য উপলব্ধ থাকবে। গ্রাহকরা higher-end pro বিকল্পগুলি কেনার সময় অতিরিক্ত 1,500 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন।
এছাড়াও 2024 সালের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iQOO Neo 9 pro ফোনটি 6 মাসের No Cost EMI অফারে উপলব্ধ আছে।
সাধারণত 8জিবি+128 জিবি বিকল্পের হ্যান্ডসেটগুলি
35,999 টাকায় তালিকাভুক্ত করা থাকে, কিন্তু সেল চলাকালীন এই একই বিকল্পের ফোনগুলি অসাধারণ ছাড়ের মাধ্যমে মাত্র 31,999 টাকায় পাওয়া যাবে। গ্রাহকরা ডিসকাউন্ট মূল্যের উপর অতিরিক্ত 2000 টাকার এক্সচেঞ্জ অফার পেতে পারেন।
ভারতে 2023 সালের ডিসেম্বর মাসে iQOO 12 5g ফোনটি লঞ্চ করা হয়েছিল, আসন্ন অ্যামাজনের সেলে 12জিবি+256 জিবির বিকল্পটি 47,999 টাকার অসাধারণ কম দামের বিনিময়ে পাওয়া যাবে। ফ্লাগশিপ মডেলের এই কনফিগারেশনটি 52,999 টাকায় লঞ্চ করা হয়েছে। ক্রেতারা বিশেষ ছাড়ের উপরে 9 মাসের জন্য No Cost EMI এবং 2000 টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন।
এছাড়াও, ভারতে চলতি আগস্ট মাসে iQOO TWS 1e ইয়ারবাডগুলি 1899 টাকায় লঞ্চ হয়েছিল, যেগুলো এই সেলের মাধ্যমে 1,599 টাকায় পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series
Nari Nari Naduma Murari OTT Release: Know Where to Watch the Telugu Comedy Entertainer